শিয়রের পাশে হিংস্র দুঃসময়
যাদের ছুটি দিয়েছিলাম বহুদিন আগে -
ভয়ানক সেই কষ্টগুলি আবার ফিরে এসেছে;
ক্রমাগত সশব্দ চিৎকারে হৃদয় ফেটে চৌচির !
মধ্যরাতে অকস্মাৎ ঘুম ভেঙে গেলে
টর্চ লাইট জ্বালিয়ে দেখি,
শিয়রের পাশে হিংস্র দুঃসময় !
বিষাদ-মেশানো রক্ত চাটবে বলে
তার জিব হতে ক্রমাগত লালা ঝরছে ।
সকালবেলা রৌদ্র এসে দেখে
আমার শরীরে ৩৬০ টি চুম্বনে দাগ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩অসাধারণ লিখেছেন সালমান ভাই
-
রাসেল আল মাসুদ ২৩/০৯/২০১৩ভাল লিখেছেন সালমান মাহফুজ
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--উপস্থাপনা সত্যিই দারুণ---
-
আহমেদ রব্বানী ২৩/০৯/২০১৩দারুণ ......।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩চমৎকার লেখা
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩ভয়ংকর সুন্দর