ছিঁড়ে ফেল্ সব শৃঙ্খলার জাল
ছিঁড়ে ফেল্ সব শৃঙ্খলার জাল
ওরে কে আছিস্ - ভেঙে ফেল সব
বদ্ধ ঘরের দেয়াল ।
পুঁজিবাদী ওই হিংস্র দানবেরা
বন্য চিতার মতন ঝাঁপিয়ে পড়েছে
নিরস্ত্র ক্ষুধার্ত মানুষের বুকে -
নখের আঁচড়ে চুষে নিচ্ছে তাজা রক্ত !
কে আছিস্ ওরে, শৃঙ্খলার জাল ছিন্ন করে ছুটে আয়
বদ্ধ ঘরের দেয়াল ভেঙে ছুটে আয় -
পৃথিবীর মানচিত্র থেকে আজ
নিশ্চিহ্ন করে দিতে হবে ওদের ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩পুঁজিবাদী ধ্বংস হোক ধ্বংস হোক।-
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩অনবদ্য মাহফুজ ভাই
-
אולי כולנו טועים ২২/০৯/২০১৩amra je boddo osohay pujibader kache !
onoboddo lekhoni !!
একসাথে হাত ধরলে ওরা নিশ্চিহ্ন হবেই ।