আমি শুধুই আমার
প্রতি সন্ধ্যাবেলা সব খেলা সাঙ্গ করে
পাড়ার ছেলের মত রক্তিম সূর্য্টা
যখন ঘুমিয়ে পড়ে - অন্ধকার ঘরে
নির্বিকার পড়ে থাকে আমার দেহটা –
আর বিমর্ষ মনটা ক্লান্ত পথিকের মত
তখনো তোমায় খোঁজে বুকে চেপে কষ্ট শত;
অবশেষে, শব্দহীন হৃদয়-গহনে
তোমাকে পেয়ে শুধাই, সখি তুমি কার?
কে যেন বলতে থাকে ক্ষিপ্রতার সনে –
আমি শুধুই আমার, শুধুই আমার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২২/০৯/২০১৩অনবদ্য
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩ভালো!
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩দারুন....
মনে পড়ল অব্যক্ত সত্য কথাটা যে "আমি শুধুই আমার" -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩আসলেই আমি শুধুই আমার, আর কারো নই- খুব ভালো
-
সহিদুল হক ২২/০৯/২০১৩ভাল লাগলো বেশ।