www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি ফিরে এসেছি বলেই


আমি ফিরে এসেছি বলেই কি প্রকৃতির বিষণ্ণ বদন হতে
মূহর্তেই মুছে গেল  কষ্টময় সব মলিনতা ?
আমি ফিরে এসেছি বলেই বৈশাখের মাতাল বাতাস
আকাশের বুক হতে সরিয়ে ফেলেছে
শুভ্র মেঘের বসন - নির্লজ্জ নারীর মত
সে তাকিয়ে আছে অমার দিকে; সিগারেট মুখে
আমি উপভোগ করতে লাগলাম
তার উদোম শরীরের স্নিগ্ধতা ।

আমি ফিরে এসেছে বলেই পাকা সোনালি ধানের সুবাসে
ভরে গেছে চারপাশ ; নাম না জানা এক হলদে পাখি
গোপনে গোপনে চুমু খাচ্ছে শীতল হাওয়ার ঠোঁটে,
গাঢ় সবুজবর্ণ বাশপাতাগুলো দুলে ওঠে
অজনা শিহরণে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনবদ্য সালমান ভাই
  • রোদের ছায়া ২১/০৯/২০১৩
    খুব খুব সুন্দর। কিছু অসাবধানতা জনিত ভুল আছে আর একবার দেখে নিলে আশা করি ঠিকঠাক হবে।
    • সালমান মাহফুজ ২১/০৯/২০১৩
      রোদের ছায়া, আমাকে ক্ষমা করবেন । আসলে আমার কাছে অনুভূতির অকৃত্রিম প্রতিচ্ছবিই কবিতা ।
      এই কবিতায় কিছু লাগামহীন ছবি আঁকা হয়ে গেছে , যাকে বাদ দিতে গিয়েই পারি নি । মনে হয়, অনুভবের সাথে প্রতারণা হয়ে যাচ্ছে ।

      আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন । অনেক অনেক ধন্যবাদ ।
  • নাজমুন নাহার ২১/০৯/২০১৩
    ভাল লাগা কবিতায় । ফিরে এলেই সব শান্তি ।
  • সহিদুল হক ২১/০৯/২০১৩
    কবিতাটতে উপমার ব্যবহার খুব সুন্দর।
  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    ভীষণ ভালো লাগলো
    অনবদ্য কাব্যিকতা
 
Quantcast