www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুলে ফেল্ ওই নোংরা চক্ষু

খুলে ফেল্ ওই নোংরা চক্ষু, খুলে ফেল্ ।

যে চক্ষুর তৃষ্ণা মেটাতে
ষাট বছরের বৃদ্ধের হাতে
ধর্ষিত হয় পাঁচ বছরের শিশু ,
যে চক্ষুর লালসায় অনাহারীর অন্ন কেড়ে
লোভী অসুরেরা গড়ে তুলেছে অভ্রভেদী অট্টলিকা,
যে চক্ষুর ক্রোধে পাষণ্ডদের হাতে
রক্তাক্ত হয়ে মাটির অতলে মিশে যেতে হয়
ফেলানি, বিশ্বজিতের মত অসহায় মানুষদের—

খুলে ফেল্ সেই নোংরা চক্ষু,খুলে ফেল্ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২১/০৯/২০১৩
    বাস্তব ঘটনার বিরুদ্ধে সুন্দর কাব্যিক প্রতিবাদ।
  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    অনবদ্য প্রতিবাদী কবিতা ,
    ধিক্কার জানাই সেই সব চোখেদের
    অসংখ্য চোখের মিছিলকে যাদের জন্য সব শেষ হয়ে যাচ্ছে, এই সুন্দর পৃথিবী আর সুন্দর থাকছে না ।
  • ইব্রাহীম রাসেল ২১/০৯/২০১৩
    --ধিক্কার সুর মেলাই তোমার সাথে--
  • সালমান ভাই এমনা প্রতিবাদী কবিতাই চাই
  • আসলেই খুলে ফেলতে হবে। কিন্তু ঘরে বসে কিভাবে?
    • সালমান মাহফুজ ২১/০৯/২০১৩
      আজ জগত যখন হাতের মুঠোয়, তখন ঘরে বসে অনেক কিছুই করা যাবে নিশ্চয়ই । বিবেকের জাগরণই পারে এসব নোংরামিকে নস্যাৎ করে দিতে ।
      অনেক ধন্যবাদ দাদা । ভালো থাকুন ।
      • মাঠে নামতে হবে দাদা
        • সালমান মাহফুজ ২৪/০৯/২০১৩
          অবশ্যই । কিন্তু দুঃখজনক ব্যাপার হল, আমাদের দেশের নাগরিক দিনে দিনে নিস্প্রভ হয়ে পড়েছে । কোথায়ও প্রতিবাদের আভাস পেলে ঘরে গিয়ে পালায় ।
          • ঠিক বলেছেন। ধর্ষনের বিরুদ্ধে এক মানব বন্ধন আয়োজন করছিলাম। ইভেন্ট এ গোয়িংদের কথা দূরে থাক যাঁরা ইভেন্ট এ পোস্ট এবং লাইক কমেন্ট করে ধর্ষকের চৌদ্দ গুষ্টি উদ্ধার করেছে তারা ও যদি আমাদের সাথে আসত !!!
  • পল্লব ২০/০৯/২০১৩
    ভাল বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো একদিক থেকে এরকম চোখ খুলে ফেলতে থাকবেন, আর অন্যদিকে দেখবেন আরও নতুন নতুন চোখের জন্ম হচ্ছে।
    • সালমান মাহফুজ ২০/০৯/২০১৩
      ধন্যবাদ পল্লব , এমন চমৎকার মন্তব্যের জন্য । আসলে আমাদের বাইরের চোখ ছাড়াও ভিতরেও এক নোংরা চোখ আছে, যাকে বলতে পারেন লালসা -- সেটাকে বর্জন করতে পারলেই আমার ধারনা, এসব অমানবিক চিত্র আর দেখতে হবে না ।
 
Quantcast