স্বপ্নময় এ জীবন দুঃস্বপ্নের কারাগারে বন্দি
কোন এক অদৃশ্য শত্রুর ফাঁদে পা দিয়ে
স্বপ্নময় এ জীবন দুঃস্বপ্নের
কারাগারে বন্দি -
সামনে পড়ে থাকা বিজ্ঞানের পাঠ্যবইগুলি
লৌহ শিকের মত
আমাকে ঘিরে রেখেছে!
চাঁদনীরাতে জ্যোত্স্নার উত্তাল সমুদ্রে
ভেসে থাকা নক্ষত্রদের দেখার সুযোগ
আজ আর নেই!
চন্দ্রলোকের হৃদয়হরণী কন্যার রূপালি মুখখানি
বার বার মনের পর্দায় ভেসে উঠেও
ঢেকে যায় কালো মেঘের চাদরে;
সেইসাথে জোনাকির আলোর মত
ক্ষীণ হয়ে আসছে
দীপ্তিমান স্বপ্নগুলি ।
স্বপ্নময় এ জীবন দুঃস্বপ্নের
কারাগারে বন্দি -
সামনে পড়ে থাকা বিজ্ঞানের পাঠ্যবইগুলি
লৌহ শিকের মত
আমাকে ঘিরে রেখেছে!
চাঁদনীরাতে জ্যোত্স্নার উত্তাল সমুদ্রে
ভেসে থাকা নক্ষত্রদের দেখার সুযোগ
আজ আর নেই!
চন্দ্রলোকের হৃদয়হরণী কন্যার রূপালি মুখখানি
বার বার মনের পর্দায় ভেসে উঠেও
ঢেকে যায় কালো মেঘের চাদরে;
সেইসাথে জোনাকির আলোর মত
ক্ষীণ হয়ে আসছে
দীপ্তিমান স্বপ্নগুলি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোদের ছায়া ২১/০৯/২০১৩খুব সুন্দর । পাঠক এত কম কেন এই কবিতায়?
-
সুবীর কাস্মীর পেরেরা ১৯/০৯/২০১৩সালমান ভাই দারুণ