বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ১০ লেখক
এই পোস্টটি লিখার আগে আমাকে অনেক দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হয়েছে । তাছাড়া কে কে শ্রেষ্ঠ শিল্পী কিংবা কে কে শ্রেষ্ঠ লেখক-- এটি একটি অমিমাংসিত ব্যাপার । কারণ, আমার দৃষ্টিতে যিনি শ্রেষ্ঠ হয়ত আপনার দৃষ্টিতে তাঁর অবস্থান অনেক নিচে । তাই বলে কি আমরা আমাদের নিজস্ব মতামত কিংবা মূল্যায়ন থেকে বিরত থাকব ?
আমি এখানে আমার ক্ষুদ্র পঠন-অভিজ্ঞতা ও বিশিষ্ট জনদের দেওয়া মতের উপর ভিত্তি করে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ১০ লেখককে চিহ্নিত করার চেষ্টা করেছি । যাঁদের শ্রেষ্ঠ রচনাগুলো আমাদের প্রত্যেক ব্লগার ও সাহিত্যপ্রেমী পাঠকদের পড়া অত্যাবশক বলে আমি মনে করি । তাই, সংগ্রহে না থাকলে শীঘ্রই সংগ্রহ করে পড়ে ফেলুন ।
লেখক শ্রেষ্ঠ রচনা
১। রবীন্দ্রনাথ ঠাকুর : (ক) গীতাঞ্জলি (কাব্য)
(খ) সোনার তরী ,,
(গ) বলাকা ,,
(ঘ) চিত্রা ,,
(ঙ) গোরা উপন্যাস
(চ) ঘরে বাইরে ,,
(ছ) শেষের কবিতা ,,
(জ) সভ্যতার সংকট (প্রবন্ধ)
(ঝ) গল্পগুচ্ছ (গল্প স্ংকলন)
২। কাজী নজরুল ইসলাম : (ক) সঞ্চিতা (শ্রেষ্ঠ কবিতা)
(খ) মৃত্যুক্ষুধা (উপন্যাস)
(গ) কুহেলিকা ,,
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : (ক) শ্রীকান্ত (উপন্যাস)
(খ) দেবদাস ,,
(গ) দত্তা ,,
(ঘ) পথের দাবী ,,
৪ । বেগম রোকেয়া : (ক) মতিচুর (প্রবন্ধ)
(খ) অবরোধবাসিনী ,,
৫। মধুসূদন দত্ত : (ক) মেঘনাদ বধ (মহাকাব্য)
(খ) চতুর্দশপদী কবিতা
(গ) কৃষ্ণকুমারী (নাটক)
৬। জীবনান্দ দাশ : (ক) বনলতা সেন (কাব্য)
(খ) ধূসর পান্ডুলিপি (কাব্য)
(গ) কবিতার কথা (প্রবন্ধ)
৭। মানিক বন্ধোপাধ্যায় : (ক) পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
(খ) অহিংসা ,,
(গ) শ্রেষ্ঠ গল্প
৮। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় : (ক) পথের পাঁচালি (উপন্যাস)
(খ) অপরাজিত ,,
(গ) চাঁদের পাহাড় ,,
৯। সুকান্ত ভট্টাচার্য (ক) ছাড়পত্র (কাব্য)
(খ) পূর্বাভাস ,,
১০ । সুনীল গঙ্গোপাধ্যায় (ক) সেই সময় (উপন্যাস)
(খ) প্রথম আলো ,,
(গ) শ্রেষ্ঠ কবিতা
আমি এখানে আমার ক্ষুদ্র পঠন-অভিজ্ঞতা ও বিশিষ্ট জনদের দেওয়া মতের উপর ভিত্তি করে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ১০ লেখককে চিহ্নিত করার চেষ্টা করেছি । যাঁদের শ্রেষ্ঠ রচনাগুলো আমাদের প্রত্যেক ব্লগার ও সাহিত্যপ্রেমী পাঠকদের পড়া অত্যাবশক বলে আমি মনে করি । তাই, সংগ্রহে না থাকলে শীঘ্রই সংগ্রহ করে পড়ে ফেলুন ।
লেখক শ্রেষ্ঠ রচনা
১। রবীন্দ্রনাথ ঠাকুর : (ক) গীতাঞ্জলি (কাব্য)
(খ) সোনার তরী ,,
(গ) বলাকা ,,
(ঘ) চিত্রা ,,
(ঙ) গোরা উপন্যাস
(চ) ঘরে বাইরে ,,
(ছ) শেষের কবিতা ,,
(জ) সভ্যতার সংকট (প্রবন্ধ)
(ঝ) গল্পগুচ্ছ (গল্প স্ংকলন)
২। কাজী নজরুল ইসলাম : (ক) সঞ্চিতা (শ্রেষ্ঠ কবিতা)
(খ) মৃত্যুক্ষুধা (উপন্যাস)
(গ) কুহেলিকা ,,
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : (ক) শ্রীকান্ত (উপন্যাস)
(খ) দেবদাস ,,
(গ) দত্তা ,,
(ঘ) পথের দাবী ,,
৪ । বেগম রোকেয়া : (ক) মতিচুর (প্রবন্ধ)
(খ) অবরোধবাসিনী ,,
৫। মধুসূদন দত্ত : (ক) মেঘনাদ বধ (মহাকাব্য)
(খ) চতুর্দশপদী কবিতা
(গ) কৃষ্ণকুমারী (নাটক)
৬। জীবনান্দ দাশ : (ক) বনলতা সেন (কাব্য)
(খ) ধূসর পান্ডুলিপি (কাব্য)
(গ) কবিতার কথা (প্রবন্ধ)
৭। মানিক বন্ধোপাধ্যায় : (ক) পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
(খ) অহিংসা ,,
(গ) শ্রেষ্ঠ গল্প
৮। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় : (ক) পথের পাঁচালি (উপন্যাস)
(খ) অপরাজিত ,,
(গ) চাঁদের পাহাড় ,,
৯। সুকান্ত ভট্টাচার্য (ক) ছাড়পত্র (কাব্য)
(খ) পূর্বাভাস ,,
১০ । সুনীল গঙ্গোপাধ্যায় (ক) সেই সময় (উপন্যাস)
(খ) প্রথম আলো ,,
(গ) শ্রেষ্ঠ কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--অনেক পরিশ্রম করেছ সে জন্য ধন্যবাদ। এধরনের লেখা থেকেই অনেকেই উপকৃত হবে।--