মনে পড়ে কেবলই তোমায়
রক্তবর্ণ সূর্যের বিদায়ে
ভুবনে নেমেছে সন্ধ্যাবেলা;
সমস্ত আলো হনন করে
ভেসে আসল তিমিরের ভেলা।
আকাশে নেই চাঁদের হাসি,
ঢেউ খেলে কালো মেঘরাশি_
এই বিষণ্ণ সন্ধ্যা লগনে
আমি বসে আছি নিরালায়;
আঁখি তুলে আকাশে তাকালে
মনে পড়ে কেবলই তোমায়।
ভুবনে নেমেছে সন্ধ্যাবেলা;
সমস্ত আলো হনন করে
ভেসে আসল তিমিরের ভেলা।
আকাশে নেই চাঁদের হাসি,
ঢেউ খেলে কালো মেঘরাশি_
এই বিষণ্ণ সন্ধ্যা লগনে
আমি বসে আছি নিরালায়;
আঁখি তুলে আকাশে তাকালে
মনে পড়ে কেবলই তোমায়।
প্রথম প্রকাশ :২২/১২/২০১২( কবিতার আসর )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোদের ছায়া ২১/০৯/২০১৩বাহ। অনেক সুন্দর কবিতা!
-
সুদীপ তন্তুবায় নীল (শ্রীনীল) ১৬/০৯/২০১৩Dada, mon ta kere nila go !
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৫/০৯/২০১৩ভাষার খুবই সুন্দর ব্যবহার হয়েছে কবিতা য়।