সালমান মাহফুজ
সালমান মাহফুজ-এর ব্লগ
-
সকালবেলার চকচকে সোনামাখা রোদ
আমার হৃদয়ে আজ আর জাগায় না শিহরন;
প্রিয়ার নরম গালে চুম্বন করলে ঝলসে যায় দু’ঠোঁট;
সদ্য ফোটা হাসনাহেনা হাতে নিয়ে শুঁকে দেখি বারুদের গন্ধ ! [বিস্তারিত] -
নীলিমা, কিছু জরুরী কথা ছিল
আজ না, তুমি অন্যদিন এসো
নয়নে নীল আলো জ্বেলে
অন্য কোনো বিকেলে, নীলিমা। [বিস্তারিত] -
আজ কিছু দিতে আসি নি, নিতে এসেছি ।
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই;
একটুও ছাড় নেই, সবটুকু ফেরত চাই ।
রক্তকে উত্তপ্ত রৌদ্রে পানি করে গড়ে দিয়েছি [বিস্তারিত] -
সূর্যের সর্বনাশী ছোবলে
গোধূলির আকাশ যখন রক্তাক্ত—
বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে ।
সে সুশ্রীর মাঝে কুশ্রীকে পেতে চায় । [বিস্তারিত] -
অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ শোনার অপেক্ষায় এপাশে একটা যা... [বিস্তারিত] -
পথের দুই ধারে কাঁপছে ভয়ানক আলোছায়া
হঠাৎ হৃৎপিণ্ডে তুমি জ্বালিয়ে দাও ম্যাজিক বাতি-
তবু একা আমি পথ চলি ! তুমি অনর্থক মায়া,
অনন্ত নিঃসঙ্গতার ভেতর অসুস্থ পথের সাথী ! [বিস্তারিত] -
নাগরিক ভালোবাসার দেয়াল ঘেঁষে
যে বৃক্ষ স্বপ্নের ডালপালা মেলতে চায়
তাকে মাথা উঁচু করে দাঁড়াতে দাও ।
তার শিকড়ে পুঁতে দাও হৃদয়ে যত রাখা আছে [বিস্তারিত] -
দুঃখের দহনে দগ্ধ সেই স্বপ্ন
আজো চুপ করে বসে থাকে
ধূসর মেঘের পাশে—
হিম হাওয়ার ডানায় চড়ে [বিস্তারিত] -
সুনীল আকাশ আজ মেতেছে রোদ-বৃষ্টি খেলায়,
বিহঙ্গেরা সবে মিলে নেচে গেয়ে হয়েছে ব্যাকুল;
অগ্নিমূর্ত অরুণের সোনামাখা রোদের ছোঁয়ায়
অবুঝ শিশুর মত হেসে উঠল বৃষ্টিসিক্ত ফুল ! [বিস্তারিত] -
নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে শুধুই বিষাদের অগ্নি;
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি [বিস্তারিত] -
শেষ বিকেলের ধূসর আলোয় আমি বসে আছি
মেঘলা আকাশে আঁখি দুটি রেখে—
ক্ষিপ্র পথিকের মত এক খণ্ড কালো মেঘ
দ্রুত হেটে যাচ্ছে [বিস্তারিত] -
হে তরুণ, তোমাকে বলছি—
এখনো তুমি ঘুমিয়ে আছো !
এদিকে মানুষরূপী কিছু হিংস্র নেকড়ে
ক্ষত বিক্ষত করে দিচ্ছে বাংলার বুক, [বিস্তারিত] -
তোমার চলে যাবার পদধ্বনি
আমি আজো শুনতে পাই ।
সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি
রক্তে রক্তে তোলে [বিস্তারিত] -
আকাশ যখন তার বেদনার অশ্রু
শহরের ধূলিমাখা পথে
অনবরত ছিটাতে থাকে,
পিপাসার্ত ভিক্ষুকের মত আমি হাত পেতে থাকি— [বিস্তারিত] -
সুহাসিনী, কেন এমন মধুমাখা হাসি হেসে
তুমি চেয়ে থাকো
আমার বিমর্ষ পাংশু মুখে,
নীলাভ চোখের ইশারায় [বিস্তারিত]