www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুক

ওহে মার্ক জাকার,
কি কারণে করিলে ফেইসবুক আবিষ্কার?
আবাল,বৃদ্ধ বণিতা সকলেই দেখি এর আকর্ষণে,
নানা রকমের নানা ঘটনার দর্শনে।
ছুটিয়া আসে এর তরে?
এত আকর্ষন সৃষ্টি হয় কি করে?
তা আমার জানার বড় ইচ্ছা,
তাই চলে এলুম তোমার এই মোহময় জগতে স্বেচ্ছা।
দিনে একবার হলেও উকিঁ মারি এইখানে,
সকল বেকার শ্রমিকদের আশ্রয়স্থল যেখানে।
এ তোমার কেমন আবিষ্কার ?
ঘরে ঘরে সমালোচক হোক সৃষ্টি
এটাই কি ছিল তোমার দরকার।
একখানা ছোট্ট ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় হাজার তরুণ-তরুণী,
এমনি কাজে বাদ পড়ে না,ঘরের কোনায় থাকা রমণী।
অমূল্য সময়কে বলি দিই তোমারি তরে,
অসুস্থ মানষিকতার পথে হাঁঠতেছি ধীরে ধীরে।
কি হবে আমাদের,ভার্চুয়াল রীতিতে,
আমাদের ঠিকানা হবে হয়তো,বিরল এক জাতিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast