আমার ইচ্ছে
আমি হলাম মুক্ত পাখি
নিজের চোখে ধরণী দেখি।
বিশ্বভ্রমান্ডে আমার বিচরণের স্থল,
আমায় কেন বন্দী রাখে বল না রে কেউ বল?
মেয়ে বলে হাত বাঁধা থাকবে,
অন্ধের মতো চলতে হবে।
উর্ধ্বপানে তাকানোই আমার দোষ,
এইটা তোমাদের কোন জনমের আক্রুশ।
ছেড়ে দাও হে সমাজ সুশীল,
আমিও দেখব ঐ আকাশের নীল।
যেথায় আমার স্বপ্নগুলো খুঁজে ফিরে ভাষা,
ভাবনাগুলোর রক্তচোক্ষু ফিরে পাবে দিশা।
ফিরিয়ে দাও আমার বিচূর্ণ সব ভাবনা,
আমিই কেনো সইব যাতনা।
আমিও তো তোমাদের মতো আশরাফুল মাখলুকাত,
তবে কেনো এই অবিচার,কেনো এই বৈষম্যের কষাঘাত।
ফিরিয়ে নাও সব কূয়াশার ধূলো,
বাঁচাতে দাও আমার স্বপ্ন গুলো।
আমিও বাঁঁচব,বাঁচার মতো,
গুড়িয়ে দিয়ে সব প্রতিবন্ধকতা যত।
আমারো প্রাণে বাজাতে দাও হে বিজয়ের সুর,
প্রাণের উচ্ছ্বাসে হাসব আমি,আর যাব দূর বহুদূর..।
নিজের চোখে ধরণী দেখি।
বিশ্বভ্রমান্ডে আমার বিচরণের স্থল,
আমায় কেন বন্দী রাখে বল না রে কেউ বল?
মেয়ে বলে হাত বাঁধা থাকবে,
অন্ধের মতো চলতে হবে।
উর্ধ্বপানে তাকানোই আমার দোষ,
এইটা তোমাদের কোন জনমের আক্রুশ।
ছেড়ে দাও হে সমাজ সুশীল,
আমিও দেখব ঐ আকাশের নীল।
যেথায় আমার স্বপ্নগুলো খুঁজে ফিরে ভাষা,
ভাবনাগুলোর রক্তচোক্ষু ফিরে পাবে দিশা।
ফিরিয়ে দাও আমার বিচূর্ণ সব ভাবনা,
আমিই কেনো সইব যাতনা।
আমিও তো তোমাদের মতো আশরাফুল মাখলুকাত,
তবে কেনো এই অবিচার,কেনো এই বৈষম্যের কষাঘাত।
ফিরিয়ে নাও সব কূয়াশার ধূলো,
বাঁচাতে দাও আমার স্বপ্ন গুলো।
আমিও বাঁঁচব,বাঁচার মতো,
গুড়িয়ে দিয়ে সব প্রতিবন্ধকতা যত।
আমারো প্রাণে বাজাতে দাও হে বিজয়ের সুর,
প্রাণের উচ্ছ্বাসে হাসব আমি,আর যাব দূর বহুদূর..।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৮/১০/২০১৮nice
-
নাহিদ হোসেন ০৫/১০/২০১৮valo laglo.
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১০/২০১৮ভাষা প্রতিবাদী, ছন্দ আরও গতিশীল হোক।
-
অরন্য রানা ০৫/১০/২০১৮বাহ অসাধারন শব্দকুন্ডোলী , অর্থবহ লেখা বটে