যদি সহজ উত্তর পাও
পৃথিবীর নিয়ম গুলো বড় অদ্ভুত রে বাবা!
বড়ই আশ্চর্যের।।
বেশী ভালোবাসা মানেই-
অপ্রয়োজনীয় অবহেলা,
দিন শেষে ঝরে পড়া,
বেশী ভালোবাসা মানেই শত বিরক্তির কারণ।
মেকি ভালোলাগায় অন্ধ বীর
প্রকৃত ভালোবাসা উপেক্ষা করে,
আসল কথা তো- ওর মনে অন্যরকম ভাবনা চলছে
যার ধারে কাছেও চেনা মানুষটি নেই।
অথচ একসাথে পথ চলা-
কেমন করে চলবে দিন, এই ভাবনায় দিশেহারা।
আছে কি এর কোন সহজ সমাধান?
মনে মনে খুঁজি তারে যারে বলা নাহি যায়
বারংবার সে দিয়ে যাচ্ছে ভালোবাসা, তাকে প্রাণে নাহি চায়।
কি যে মুশকিল! ফুটায়ে বলা নাহি যায়।
তবে করণীয় কি! নিজেকে কর প্রশ্ন,
যদি সহজ উত্তর পাও।
বড়ই আশ্চর্যের।।
বেশী ভালোবাসা মানেই-
অপ্রয়োজনীয় অবহেলা,
দিন শেষে ঝরে পড়া,
বেশী ভালোবাসা মানেই শত বিরক্তির কারণ।
মেকি ভালোলাগায় অন্ধ বীর
প্রকৃত ভালোবাসা উপেক্ষা করে,
আসল কথা তো- ওর মনে অন্যরকম ভাবনা চলছে
যার ধারে কাছেও চেনা মানুষটি নেই।
অথচ একসাথে পথ চলা-
কেমন করে চলবে দিন, এই ভাবনায় দিশেহারা।
আছে কি এর কোন সহজ সমাধান?
মনে মনে খুঁজি তারে যারে বলা নাহি যায়
বারংবার সে দিয়ে যাচ্ছে ভালোবাসা, তাকে প্রাণে নাহি চায়।
কি যে মুশকিল! ফুটায়ে বলা নাহি যায়।
তবে করণীয় কি! নিজেকে কর প্রশ্ন,
যদি সহজ উত্তর পাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ৩১/১০/২০২০সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ৩১/১০/২০২০সুন্দর লেখা
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/১০/২০২০ভালো লেগেছে কাব্যিকতা।
-
ফয়জুল মহী ২৯/১০/২০২০চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব