নিজেতে থাকি পরিশুদ্ধ
কেমন আছো জানতে চেয়েছে মন
এ বড্ড ঘরোয়া জগৎ,
সবাই ব্যস্ত স্ত্রী সন্তানের চাহিদা মেটাতে
অতীতটা মনে পড়ে ফাঁকে ফাঁকে।
মাঝে মধ্যে নিজের অস্তিত্বই খুঁজে পাইনা
প্রয়োজন গুলো যেন বেঁধে রেখেছে আমাকে,
কি করে আবেগ বর্জিত হলাম এতটা
পাশের মানুষগুলোও বদলেছে, তাকিয়ে দেখিও সেদিকটা।
হৃদয় মসজিদ আছে
সবারই কন্ট্রোলে এখনকার দিনে,
সামান্য কারণে কষ্ট পেলেও
স্বান্ত্বনা পাই এই ভেবে, কেউ কারও নয়।
যত্ন করে কষ্ট দিতে প্রস্তুত সবাই
জমা কষ্টগুলো ভাগ করে নিতে নয়,
বিশ্ব চলমান এভাবেই, কিছুটা বুঝতে পেরেছি
বুঝাতে পারিনি কাউকে।
পাওয়া কষ্টের পঁচা গন্ধে
হৃৎপিন্ড শরীর ত্যাগ করতে চায় স্ব ইচ্ছেতে,
তবুও কারো বিবেকে অপরাধ বোধ জাগবেনা জানি
আর তাই, নিজেতে থাকি পরিশুদ্ধ।
এ বড্ড ঘরোয়া জগৎ,
সবাই ব্যস্ত স্ত্রী সন্তানের চাহিদা মেটাতে
অতীতটা মনে পড়ে ফাঁকে ফাঁকে।
মাঝে মধ্যে নিজের অস্তিত্বই খুঁজে পাইনা
প্রয়োজন গুলো যেন বেঁধে রেখেছে আমাকে,
কি করে আবেগ বর্জিত হলাম এতটা
পাশের মানুষগুলোও বদলেছে, তাকিয়ে দেখিও সেদিকটা।
হৃদয় মসজিদ আছে
সবারই কন্ট্রোলে এখনকার দিনে,
সামান্য কারণে কষ্ট পেলেও
স্বান্ত্বনা পাই এই ভেবে, কেউ কারও নয়।
যত্ন করে কষ্ট দিতে প্রস্তুত সবাই
জমা কষ্টগুলো ভাগ করে নিতে নয়,
বিশ্ব চলমান এভাবেই, কিছুটা বুঝতে পেরেছি
বুঝাতে পারিনি কাউকে।
পাওয়া কষ্টের পঁচা গন্ধে
হৃৎপিন্ড শরীর ত্যাগ করতে চায় স্ব ইচ্ছেতে,
তবুও কারো বিবেকে অপরাধ বোধ জাগবেনা জানি
আর তাই, নিজেতে থাকি পরিশুদ্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম স্বজীব ১৯/১০/২০২০চমৎকার ।
-
মোঃ মুসা খান ১৮/১০/২০২০অসাধারণ
-
জীবন রহমান ১৮/১০/২০২০অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ১৮/১০/২০২০অপূর্ব
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/১০/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ১৮/১০/২০২০খুবই অর্থবহ