যা শেয়ার যোগ্য নয়
আজকাল যেন সবেতে
মন উঠে গেছে,
আগের মত এখন আর নেই।
কিছু ভালো লাগেনা ভাবতে,
কারো আবেগেরও দাম দিতে-
ইচ্ছে জাগে না।
নিজের কল্পনা রাজ্যে হয়ে গেছি যেন বন্দিনী।
কেন জানি!
সবই ফালতু মনে হয়।
কারণ হিসেবে যা অনুমান করতে পেরেছি
তা হলো-
আমার মন্দ দিনগুলোর খবর কেউ রাখেনি,
যে যার উপার্জনে নিজেতে ছিল বন্দি।
কে আমি?
কেউ নেয়নি খোঁজ,
জানতে চায়নি আমি কেমন আছি।।
তাহলে-
আমাকে তো নেই প্রয়োজন কারো,
কারণ আমি পকেট শূন্য এক ফেরারী,
আপন জন কর্তৃক বিচ্ছেদ হওয়া
বাস্তু ভিটাহীন এক বেকার নাগরিক।
স্বল্প সময়ের সেরা অভিজ্ঞতা-
লকডাউনের।
যা শেয়ার যোগ্য নয়।।
মন উঠে গেছে,
আগের মত এখন আর নেই।
কিছু ভালো লাগেনা ভাবতে,
কারো আবেগেরও দাম দিতে-
ইচ্ছে জাগে না।
নিজের কল্পনা রাজ্যে হয়ে গেছি যেন বন্দিনী।
কেন জানি!
সবই ফালতু মনে হয়।
কারণ হিসেবে যা অনুমান করতে পেরেছি
তা হলো-
আমার মন্দ দিনগুলোর খবর কেউ রাখেনি,
যে যার উপার্জনে নিজেতে ছিল বন্দি।
কে আমি?
কেউ নেয়নি খোঁজ,
জানতে চায়নি আমি কেমন আছি।।
তাহলে-
আমাকে তো নেই প্রয়োজন কারো,
কারণ আমি পকেট শূন্য এক ফেরারী,
আপন জন কর্তৃক বিচ্ছেদ হওয়া
বাস্তু ভিটাহীন এক বেকার নাগরিক।
স্বল্প সময়ের সেরা অভিজ্ঞতা-
লকডাউনের।
যা শেয়ার যোগ্য নয়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৮/১০/২০২০অসাধারণ লেখনী
-
আব্দুর রহমান আনসারী ১৬/১০/২০২০লিখুন। শেয়ার করুন। ভালোই
-
ফয়জুল মহী ১৬/১০/২০২০লিখে যান,,শুভকামনা সবসময়।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/১০/২০২০অনেক সুন্দর। ধন্যবাদ।