আশরাফুল মাখলুকাত
স্বপ্ন কেড়ে নিতে চাও?
নাওনা, নাও কেড়ে
জগৎ সংসারে সবখানে তোমারি মর্জি চলে।
তুমি যা জান তাহা কেহ না জানে
তুমি সজ্ঞানী
আমি অবুঝ,
তোমাকে বুঝতে পারি মাঝে মধ্যে
দিয়ে রেখেছো সামান্য জ্ঞান।
আমি যে অন্ধকার দেখি
তুমি লিখে রেখেছো
তার মাঝে কল্যাণ
বলো প্রভু তোমায় বুঝি কেমনে
তুমি যে সর্বশক্তিমান
আমি যে সামান্য,
তোমারি তৈরি করা পুতুল মাত্র।
অনুমতি দিলে হাসি
কাঁদালে কাঁদি
সে আমি তোমায় কেমনে বুঝি??
তবুও তুমি দিয়েছো আমায় শ্রেষ্ঠ সম্মান
আশরাফুল মাখলুকাত !
নাওনা, নাও কেড়ে
জগৎ সংসারে সবখানে তোমারি মর্জি চলে।
তুমি যা জান তাহা কেহ না জানে
তুমি সজ্ঞানী
আমি অবুঝ,
তোমাকে বুঝতে পারি মাঝে মধ্যে
দিয়ে রেখেছো সামান্য জ্ঞান।
আমি যে অন্ধকার দেখি
তুমি লিখে রেখেছো
তার মাঝে কল্যাণ
বলো প্রভু তোমায় বুঝি কেমনে
তুমি যে সর্বশক্তিমান
আমি যে সামান্য,
তোমারি তৈরি করা পুতুল মাত্র।
অনুমতি দিলে হাসি
কাঁদালে কাঁদি
সে আমি তোমায় কেমনে বুঝি??
তবুও তুমি দিয়েছো আমায় শ্রেষ্ঠ সম্মান
আশরাফুল মাখলুকাত !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৯/১২/২০১৯সুন্দর শব্দের গাঁথু। চমৎকার।
-
মোঃ বুলবুল হোসেন ২৮/১২/২০১৯অপূর্ব
-
পি পি আলী আকবর ২৮/১২/২০১৯অসাধারণ
-
sudipta chowdhury ২৬/১২/২০১৯Nice poem
-
মোহাম্মদ ফারুক হোসাইন ২৬/১২/২০১৯nice