www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা কি একেই বলে

ভালোবেসেছে সে- হারিয়ে যার মস্তিস্ক সুস্থ নেই।
সৌন্দর্য মানুষকে সুখী করতে পারে না, পারে শুধুই মন।
মানুষ যখন ভাগ্যকে দোষারোপ করে, তখন করে নিজেকেও।
যদি সুন্দরী দেখে ভালোনা বাসতাম
তাহলে হয়ত হারাতাম না হৃদয়ের অনুভূতি।
সৌন্দর্য যখন কাউকে বিপাকে ফেলে
তখন সে হয় অন্যের হাতের শুধুই খেলনা।
প্রকাশ করে না নিজের ভালোবাসা
যদি হেরে যাবার ভয় থাকে,
মাঝে-মধ্যে যে হেরে যেতেও ভালোলাগে।
রোজকার স্বপ্ন সবাই নিজের মত দেখে
ভালোবেসে হেরে গেলেও লাভ, কেননা-
প্রকৃত জ্ঞানী দ্বিতীয়বার আর নিজেকে সমার্পণ করে না।
সেও এক যন্ত্রণা- কাছের মানুষটিকে আর বিশ্বাস হয় না
এমানুষটি তবে বাঁচবে কি করে? কি আছে তার নিজের বলে?
মনটা? তাও ফেলে এসেছে, তারই কাছে-
যে একদিন স্বপ্ন দেখতে সাহায্য করেছিল
বলেছিল ভালোবাসি বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে।
হেরে গিয়ে আজ নিজেই প্রমাণ বিহীন এক মানুষ
যেখানে নেই চেনা কোন গন্ধ, ছোয়া, অনুভূতি।
নিয়তির এই নির্মমতা আজ হয়েছে বড় আপন।
সাহস নেই তাকে খুজতে যাওয়া, কেননা প্রমাণ করেছে সে নিজেই।
সে ছিল সব দিনই অল্প চেনা, তাহলে-
হৃদয়ের এ হারের ঔষধ কে দেবে? কে মুছে দেবে ততবেশী ক্ষত চিহ্ন?
কে ভুলিয়ে দেবে তাকে? যে ছিল হৃদয়ের সবচেয়ে প্রিয়।
ভালোবাসা কি এমন হয়?
জীবন থেকে সে সবই কেড়ে নিয়ে যায়- দূর দেশে
যেখান থেকে আর ফেরে না।
এখন আর দেখা হয় না, কথা হয় না-
আর পারব না কিছু বলতে…মনে থাকবে কিনা শুধুই বলতে...
আজতো একবার আসনা- তোমারই বিহনে,
শুধু চোখ মেলে দেখে ভেবে যাচ্ছি পৃথিবীকে-
আর তোমার সাথে জড়িয়ে থাকা দিনগুলোকে,
কেমন আছো আজ তুমি?
অনন্ত জিজ্ঞাসা?
উত্তর তো মেলেনা- কাকে জিজ্ঞেস করছি কেউ জানে না
ভালো আছো-তো?
হৃদয়ের এ গহীন আকুতি আজ ঝরে পড়ে চোখের জ্বলে-
ভালোবাসা কি একেই বলে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ৩০/১০/২০১৪
    স্বাগতম কবি বন্ধু। পড়লাম আপনার কবিতা, বেশ ভালো লাগলো। আমার পাতায় আসবেন।
  • ভালো লাগলো
  • অসাধারন লাগল লেখনী।
  • অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪
    "মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার"
    ভালবাসা শত প্রশ্নে কার্যকরণের সমাধান খুঁজে গেলো
    অবশেষে কবি কতটা জবাব পেলেন জানা হল না।

    চেষ্টা থাকুক নিরন্তন।
    শুভেচ্ছা কবি।
  • বাহ ভালোতো। মনে হল অনেক গুলো জ্ঞানের কথা একবারে পড়লাম। ভালো লাগলো। জাস্ট গো এহেড।
 
Quantcast