এমন একটা পৃথিবী
যার নামকরণ সহজ কিন্তু সঠিক নয়,
এটি শোষকের জন্য প্রসারিত স্থান
শোষিতের বিপক্ষে সবসময়
এখানে অনিয়মের মূল্যবোধ বরাবরই হয়।
নিয়ম যায় হেরে বারংবার, কোটিতে একটি মেলে
যে মূল্যায়ন পায় "ভালো" মানষিকতার,
আসলে মূল্যটি মিলবে কি-করে
চিটিং হয় অবিকল আসল কায়দায়, সেটি প্রকাশ্যেই।
জীবন সম্পর্কে তাই যারা ভাববে, বেশী তারাই পস্তাবেই।
কেননা ভালোর জাকজমক থাকেনা।
সে-যে নিত্যন্ত সাধারণই হয়।
নিজস্ব বৈশিষ্ট্যের বাইরে
সে যেতে অভ্যস্ত নয় বলে-
অনেক অপবাদের বোঝা বইতেই হয় তাকে।
কেননা সে যে একেবারেই স্বাভাবিক থাকে।
জীবন! আসলে কি?
সে আসলে গতিময়- সত্য মিথ্যার বিভেদ
যেখানে নেই সত্যের উপাসক
এখানে নিরিবিলি চলছে ভন্ডামী
নিজের লোকই যার সরদার।
কেমন করে চিনব তাকে
সে যে একান্তই বিশ্বস্ত,
নিজের মূল্যয়ন নিজের কাছে রাখে অক্ষত।
ভুল-ভাল থাকবেই, এটা এমন একটা পৃথিবী।
[খুলনা্]
এটি শোষকের জন্য প্রসারিত স্থান
শোষিতের বিপক্ষে সবসময়
এখানে অনিয়মের মূল্যবোধ বরাবরই হয়।
নিয়ম যায় হেরে বারংবার, কোটিতে একটি মেলে
যে মূল্যায়ন পায় "ভালো" মানষিকতার,
আসলে মূল্যটি মিলবে কি-করে
চিটিং হয় অবিকল আসল কায়দায়, সেটি প্রকাশ্যেই।
জীবন সম্পর্কে তাই যারা ভাববে, বেশী তারাই পস্তাবেই।
কেননা ভালোর জাকজমক থাকেনা।
সে-যে নিত্যন্ত সাধারণই হয়।
নিজস্ব বৈশিষ্ট্যের বাইরে
সে যেতে অভ্যস্ত নয় বলে-
অনেক অপবাদের বোঝা বইতেই হয় তাকে।
কেননা সে যে একেবারেই স্বাভাবিক থাকে।
জীবন! আসলে কি?
সে আসলে গতিময়- সত্য মিথ্যার বিভেদ
যেখানে নেই সত্যের উপাসক
এখানে নিরিবিলি চলছে ভন্ডামী
নিজের লোকই যার সরদার।
কেমন করে চিনব তাকে
সে যে একান্তই বিশ্বস্ত,
নিজের মূল্যয়ন নিজের কাছে রাখে অক্ষত।
ভুল-ভাল থাকবেই, এটা এমন একটা পৃথিবী।
[খুলনা্]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/১০/২০১৪সুন্দর কবিতা। আসরে সু-স্বাগতম। আশা করি এমন ভালো ভালো আরো অনেক কিছু পাবো।
-
শিমুল শুভ্র ২৯/১০/২০১৪আগে ও পড়েছি বেশ ভালো লাগলো । আবার ও পড়লাম