সৌরভ
জীবন নামক বাগান সাজাতে
হতে হয় দক্ষ মালি।
নানান রঙের ফুল বিনে
লাগে খালি খালি।
লাল ফুল চাই, সাদা চাই
চাই হলুদ ফুল।
বাগানের চর্চা করতে যেন
হয়না কোন ভুল।
ভুল চর্চায় ফুটতে পারে
অজস্র নীল ফুল।
জীবনটা একবার নষ্ট হলে
হারিয়ে যাবে কূল।
ঠিকঠাক সব চর্চা করে
ঠিক পথেই থেকো।
নিজ বাগানে ফুল ফুটিয়ে
গায়ে সৌরভ মেখো।
ভৈরব, কিশোরগঞ্জ।
২০শে জানুয়ারি ২০২৩ ইং
হতে হয় দক্ষ মালি।
নানান রঙের ফুল বিনে
লাগে খালি খালি।
লাল ফুল চাই, সাদা চাই
চাই হলুদ ফুল।
বাগানের চর্চা করতে যেন
হয়না কোন ভুল।
ভুল চর্চায় ফুটতে পারে
অজস্র নীল ফুল।
জীবনটা একবার নষ্ট হলে
হারিয়ে যাবে কূল।
ঠিকঠাক সব চর্চা করে
ঠিক পথেই থেকো।
নিজ বাগানে ফুল ফুটিয়ে
গায়ে সৌরভ মেখো।
ভৈরব, কিশোরগঞ্জ।
২০শে জানুয়ারি ২০২৩ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৩/২০২৩খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ২১/০১/২০২৩খুঅনুপম সৃষ্টি সৃজন। চমৎকার শব্দ চয়ন। ভীষণ মুগ্ধ হলাম পাঠে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০১/২০২৩নাইস
-
শ.ম. শহীদ ২১/০১/২০২৩অসাধারণ হয়েছে। শুভ কামনা রইলো সম্মানিত কবির জন্য।
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০১/২০২৩অনন্য!