মেঘলা প্রভাত
আজ প্রভাতে মেঘলা আকাশ
লাগছে ভারী-ভারী।
ফুলের সুভাস ক্ষীণ হয়েছে
পোকার সারি সারি।
বইছে বাতাস উল্টো পথে
চাঁদের গায়ে কালি।
অসময়ে ভরা কলসিও
লাগে খালি খালি।
সাগরটাও শুকনো লাগে
যেনো চোখের ভ্রম।
সকল ভালো পথ ভুলেছে
সবই ব্যতিক্রম।
পাহাড় কেন এত নিচু
যেনো হাটুর নিচে,
শতশত জয় গাথা
সবই আজি মিছে।
ফলে ভারী বৃক্ষ আজি
শূন্য সকল ডাল।
সপ্ত সুরের বংশী আজি
হারিয়েছে তাল।
নেই কবিতার ছন্দমালা
নেইকো অন্তমিল।
আজ বাউলের একতারাটা
নিয়ে গেছে চিল।
মেঘের শেষে পুব আকাশে
উঠবে সূর্য হাসি।
নদীর জোয়ার আসবে ফিরে
উঠবে তরী ভাসি।
নতুন ফুলে উঠবে ভরে
বাগিচার সব গাছ।
পোকা গুলো যাবে মরে
আসবে নতুন সাজ।
বইবে বাতাস দখিন হতে
চাঁদে দিবে আলো।
সাগর হবে পরিপূর্ণ
পথ হয়ে যাবে ভালো।
পাহাড় হবে সুউচ্চ
নিয়ে জয় গাথা।
বৃক্ষ হবে ফলে ভারী
নুয়ে পড়বে মাথা।
সব কবিতা নতুন করে
ফিরবে ছন্দ নিয়ে।
বাউলের একতারাটাও
চিল যাবে দিয়ে ।
বাজবে বাঁশি সপ্ত সুরে
ফিরে পাবে তাল।
কেটে যাবে অমানিশা
আসবে নতুন কাল।
৩০.১০.২২
কিশোরগঞ্জ।
লাগছে ভারী-ভারী।
ফুলের সুভাস ক্ষীণ হয়েছে
পোকার সারি সারি।
বইছে বাতাস উল্টো পথে
চাঁদের গায়ে কালি।
অসময়ে ভরা কলসিও
লাগে খালি খালি।
সাগরটাও শুকনো লাগে
যেনো চোখের ভ্রম।
সকল ভালো পথ ভুলেছে
সবই ব্যতিক্রম।
পাহাড় কেন এত নিচু
যেনো হাটুর নিচে,
শতশত জয় গাথা
সবই আজি মিছে।
ফলে ভারী বৃক্ষ আজি
শূন্য সকল ডাল।
সপ্ত সুরের বংশী আজি
হারিয়েছে তাল।
নেই কবিতার ছন্দমালা
নেইকো অন্তমিল।
আজ বাউলের একতারাটা
নিয়ে গেছে চিল।
মেঘের শেষে পুব আকাশে
উঠবে সূর্য হাসি।
নদীর জোয়ার আসবে ফিরে
উঠবে তরী ভাসি।
নতুন ফুলে উঠবে ভরে
বাগিচার সব গাছ।
পোকা গুলো যাবে মরে
আসবে নতুন সাজ।
বইবে বাতাস দখিন হতে
চাঁদে দিবে আলো।
সাগর হবে পরিপূর্ণ
পথ হয়ে যাবে ভালো।
পাহাড় হবে সুউচ্চ
নিয়ে জয় গাথা।
বৃক্ষ হবে ফলে ভারী
নুয়ে পড়বে মাথা।
সব কবিতা নতুন করে
ফিরবে ছন্দ নিয়ে।
বাউলের একতারাটাও
চিল যাবে দিয়ে ।
বাজবে বাঁশি সপ্ত সুরে
ফিরে পাবে তাল।
কেটে যাবে অমানিশা
আসবে নতুন কাল।
৩০.১০.২২
কিশোরগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/১১/২০২২বেশ অনুভূতির প্রকাশ।
-
অভিজিৎ হালদার ০৫/১১/২০২২সুন্দর
-
শ.ম. শহীদ ০৫/১১/২০২২কত সুন্দর!
অনেক অনেক অভিনন্দন সম্মানিত কবি।
ভালো থাকুন। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১১/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ০৪/১১/২০২২অনিন্দ্য সুন্দর ভাবনার অনবদ্য লেখা