www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রহসন

যাদের মেধা,কষ্টে,শ্রমে,প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে আজ আমরা সাফ চ্যাম্পিয়ন,আজ তাদেরই বসার জায়গা হয় না সংবাদ সম্মেলনে। কাল তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে ?
তা নিয়ে শঙ্কিত ও উৎকন্ঠিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
আমাদের দেশের প্রায় প্রত্যেকটি স্তরে এভাবেই অবমূল্যায়নের মহা উৎসব লেগেই থাকে।
যারা একটি প্রতিষ্ঠান অথবা সংগঠনের রক্তসঞ্চালনের ভূমিকা পালন করে থাকেন, দিনশেষে তাঁরাই যেন হয় সবচেয়ে বেশি প্রহসন ও প্রতারণার স্বীকার।
কিন্তু কেন ? কেন এই বৈরিতা ?

কিছু স্বার্থোন্মত্ত ও বিকৃত মস্তিষ্কের অতি শিক্ষিত ও আত্ম অহামিকায় পরিপূর্ণ অমানুষের কারণে যোগ্য ও মেধাবীদের পদে পদে অযাচিত বাঁধার সম্মুখীন হতে হয়।

তবুও কিছু অপ্রতিরোধ্য ও যোদ্ধা শ্রেণীর মানুষ থাকে যারা সব সময় সমস্ত বাঁধা বিপত্তি কাঁটিয়ে, সকল প্রাচীর ডিঙিয়ে নিজেদের সততা,মেধা ও পরিশ্রমের মাধ্যমে পৌঁছে যাবে সফলতার স্বর্ণ শিখরে।
আর এভাবেই সফল মানুষেরা, পিছে লেগে থাকা আর পায়ে কামড়ানো বর্বর কুকুরদের উচিত জবাব দিয়ে থাকে।

কপি করা নিষিদ্ধ ইচ্ছে হলে শেয়ার করতে পারেন।
ধন্যবাদান্তেঃ
সেলিম রেজা সাগর...
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
২২-০৯-২২ ইং
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেখা
  • সুন্দর
  • ভালো
 
Quantcast