স্বপ্ন জাগুক
তুমি হয়তো সুখেই আছো, ছ-বেলা খেয়ে বাঁচো,
ঘুরে বেড়াও মনের সুখেতে।
দুঃখ নিয়ে কেউ বা ঘোরে, পথে আর প্রান্তরে,
খাবার ওঠে না মুখেতে।
গায়ে নেই ভালো জামা,জীবনটা তামা তামা,
বেঁচে আছে অল্পতে।
সমাজের যত অবহেলা,কষ্ট নিয়েই কাটে বেলা,
উঠে দাঁড়াবে কোন পথে ?
ভেবে ভেবে এসব কথা, বুকেতে বাড়ে ব্যথা
অশ্রু আসে যে চোখেতে।
চাইনা আমি এমন ধরা,দুঃখে আর ব্যথায় ভরা,
স্বপ্ন জাগুক সবার বুকেতে।
১৯.০৮.২২ ভৈরব, কিশোরগঞ্জ।
সেলিম রেজা সাগর.....
শাহজাদপুর, সিরাজগঞ্জ
ঘুরে বেড়াও মনের সুখেতে।
দুঃখ নিয়ে কেউ বা ঘোরে, পথে আর প্রান্তরে,
খাবার ওঠে না মুখেতে।
গায়ে নেই ভালো জামা,জীবনটা তামা তামা,
বেঁচে আছে অল্পতে।
সমাজের যত অবহেলা,কষ্ট নিয়েই কাটে বেলা,
উঠে দাঁড়াবে কোন পথে ?
ভেবে ভেবে এসব কথা, বুকেতে বাড়ে ব্যথা
অশ্রু আসে যে চোখেতে।
চাইনা আমি এমন ধরা,দুঃখে আর ব্যথায় ভরা,
স্বপ্ন জাগুক সবার বুকেতে।
১৯.০৮.২২ ভৈরব, কিশোরগঞ্জ।
সেলিম রেজা সাগর.....
শাহজাদপুর, সিরাজগঞ্জ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৫/১০/২০২২
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৮/২০২২খুব সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৮/২০২২বেশ তো!!
-
আলমগীর সরকার লিটন ২০/০৮/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৯/০৮/২০২২চমৎকার লিখেছেন অনন্য ও মনোমুগ্ধকর উপলব্ধি
শুভ কামনা রইলো সম্মানিত কবির জন্য।