শংকা
একদিন আমিও খারাপ হবো,প্রচন্ড রকম খারাপ !
একদিন আমিও অপরাধী হবো,হবে ভিষণ পাপ !
একদিন আমাকে নিয়েও কানেকানে কুৎসা রটবে।
একদিন আমার জন্যই সবখানে সোরগোল পড়বে।
একদিন আমার দিকেও আঙুল উঠবে,শত সহস্র।
একদিন আমার দিকেও চোখ রাঙাবে অজস্র।
সেদিন দোষী না হলেও সব দোষ আমারই হবে।
বিনা দোষে দোষী হওয়া মানুষ কম নেই এই ভবে।
হয়তো বা সেদিন আমিই হবো সবার চক্ষুশূল।
হয়তো বা সেদিন সবাই আমারই ধরবে ভুল।
বিনা দোষে দোষী হওয়া আমার নিত্যদিনের ঘটনা।
বিনা অপরাধেই আমার নামে রটে যায় সব রটনা।
বিনা দোষে দোষী হয়েই আমি খুঁজি জীবনের মানে।
জানি না এই নিত্য দুর্দশা কবে কাটবে,কে জানে ?
একদিন আমিও অপরাধী হবো,হবে ভিষণ পাপ !
একদিন আমাকে নিয়েও কানেকানে কুৎসা রটবে।
একদিন আমার জন্যই সবখানে সোরগোল পড়বে।
একদিন আমার দিকেও আঙুল উঠবে,শত সহস্র।
একদিন আমার দিকেও চোখ রাঙাবে অজস্র।
সেদিন দোষী না হলেও সব দোষ আমারই হবে।
বিনা দোষে দোষী হওয়া মানুষ কম নেই এই ভবে।
হয়তো বা সেদিন আমিই হবো সবার চক্ষুশূল।
হয়তো বা সেদিন সবাই আমারই ধরবে ভুল।
বিনা দোষে দোষী হওয়া আমার নিত্যদিনের ঘটনা।
বিনা অপরাধেই আমার নামে রটে যায় সব রটনা।
বিনা দোষে দোষী হয়েই আমি খুঁজি জীবনের মানে।
জানি না এই নিত্য দুর্দশা কবে কাটবে,কে জানে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৮/২০২৪বেশ সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৪/২০২২বেশ!
-
আলমগীর সরকার লিটন ১১/০৪/২০২২বেশ অনুভূতির প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২২অভিনব সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৪/২০২২সুন্দর কাব্যিক নিবেদন!