লুকায়িত কষ্ট
প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু কষ্ট থাকে,
নিজস্ব কিছু ব্যথা থাকে।
যে কষ্টের নীল অনলে নিজেই প্রতিনিয়ত
পুড়ে মরে নিরবে, নিভৃতে,একান্ত গোপনে।
যে কষ্টের কথা মানুষ কাউকে বলতে পারেনা,কাউকে বোঝাতেও পারেনা।
কী সেই গভীর বেদনা ? কী সেই অবাঞ্চিত কষ্ট ?
কেউ কোনদিন তা জানতে পারেনা।
কেউ কোনদিন তা বুঝতেও পারেনা।
দেহের মধ্যে যেমন রক্তকণিকার নিরবধি সঞ্চালন।
নিজস্ব কষ্ট গুলোও তেমনি জীবনের সাথে আজন্ম সম্মিলন।
হাজারো মিথ্যে অভিনয় আর জীবনের বাস্তবিক পরিস্থিতির আড়ালেই থেকে যায়,সমস্ত লুকায়িত কষ্ট !
নিজস্ব কিছু ব্যথা থাকে।
যে কষ্টের নীল অনলে নিজেই প্রতিনিয়ত
পুড়ে মরে নিরবে, নিভৃতে,একান্ত গোপনে।
যে কষ্টের কথা মানুষ কাউকে বলতে পারেনা,কাউকে বোঝাতেও পারেনা।
কী সেই গভীর বেদনা ? কী সেই অবাঞ্চিত কষ্ট ?
কেউ কোনদিন তা জানতে পারেনা।
কেউ কোনদিন তা বুঝতেও পারেনা।
দেহের মধ্যে যেমন রক্তকণিকার নিরবধি সঞ্চালন।
নিজস্ব কষ্ট গুলোও তেমনি জীবনের সাথে আজন্ম সম্মিলন।
হাজারো মিথ্যে অভিনয় আর জীবনের বাস্তবিক পরিস্থিতির আড়ালেই থেকে যায়,সমস্ত লুকায়িত কষ্ট !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৩/১১/২০২১বেশ।
-
অভিজিৎ হালদার ২০/১১/২০২১ভালো অনুভব
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/১১/২০২১অসাধারণ!
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০২১ভাল।
-
ফয়জুল মহী ১৯/১১/২০২১অসাধারণ ।