নির্বোধ
আমি উত্তেজিত নই
অথবা বিস্মিতও নই।
আমাকে যেমন বলবেন
আমি তেমনি সই।
আমি একান্ত নিশ্চুপ
প্রকারান্তে নির্বোধ।
আমার নাই প্রতিবাদ
নাই কোন ক্রোধ।
চলতে বললে চলি,
নাচতে বললে নাচি।
মরতে বললে মরি,
বাঁচতে বললে বাঁচি।
কাঁদতে বললে কাঁদি,
হাসতে বললে হাসি,
কথার বাইরে কোনদিন
দেইনা একটাও কাশি।
সেলিম রেজা সাগর, শাহজাদপুর সিরাজগঞ্জ।
অথবা বিস্মিতও নই।
আমাকে যেমন বলবেন
আমি তেমনি সই।
আমি একান্ত নিশ্চুপ
প্রকারান্তে নির্বোধ।
আমার নাই প্রতিবাদ
নাই কোন ক্রোধ।
চলতে বললে চলি,
নাচতে বললে নাচি।
মরতে বললে মরি,
বাঁচতে বললে বাঁচি।
কাঁদতে বললে কাঁদি,
হাসতে বললে হাসি,
কথার বাইরে কোনদিন
দেইনা একটাও কাশি।
সেলিম রেজা সাগর, শাহজাদপুর সিরাজগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৪/০৮/২০২১বেশ ছন্দময়
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২১Excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৮/২০২১খুব সুন্দর চরিত্র আপনার তবে।
-
জামাল উদ্দিন জীবন ০৩/০৮/২০২১ভালো লিখেছেন।
-
তাবেরী ০৩/০৮/২০২১সুন্দর