ক্ষণিকের দেখা
পরস্পর বিপরীতমুখী দ্রুত বেগে ছুটে চলা,
দুটি ট্রেনের যেমন ক্ষণিকের সাক্ষাৎ ঘটে।
ঠিক তেমনি ভিন্ন অক্ষে প্রদক্ষিণরত দুটি গ্রহ হতে বিচ্ছুরিত দুটি উল্কাপিন্ডের মত তোমার আর আমার ক্ষনিকের সাক্ষাৎ হয়েছিল,
জীবন চলার পথে কোন এক অচেনা বাঁকে।
সামান্য সময়ের ব্যবধানে ট্রেন দুটো যেমন পরস্পর থেকে চলে যায় দূর থেকে দূরে,বহুদূরে।
সময় যত বাড়তে থাকে ট্রেন দুটোর দূরত্বও তত বাড়তে থাকে ।
ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত দূরত্ব বেড়ে চলেছে তোমার আর আমার মাঝে।
তুমি আজ পেরিয়ে গিয়েছ আমার ভাবনার বিস্তীর্ণ উঠোন আর কল্পনার শেষ সীমানা।
এখন আর তোমাকে ছোঁয়া যায়না, দেখা যায়না।
এমনকি আমার ভাবনার জগতেও এখন তোমার অস্তিত্ব বিদঘুটে অন্ধকারাচ্ছন্ন,ঘোলাটে আর অস্পষ্ট।
তবু আজও আমার হৃদয় সিংহাসনে তোমার সেই ক্ষণিকের দেখা আর মধুমাখা বিদায়ের করুণ স্মৃতির স্থায়ী বসবাস।
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
রচনাকালঃ কাল্পনিক লেখা-২৬.০৭.২০২১ ইং ভৈরব, কিশোরগঞ্জ। ইমেইল salimraza242@gmail.com
দুটি ট্রেনের যেমন ক্ষণিকের সাক্ষাৎ ঘটে।
ঠিক তেমনি ভিন্ন অক্ষে প্রদক্ষিণরত দুটি গ্রহ হতে বিচ্ছুরিত দুটি উল্কাপিন্ডের মত তোমার আর আমার ক্ষনিকের সাক্ষাৎ হয়েছিল,
জীবন চলার পথে কোন এক অচেনা বাঁকে।
সামান্য সময়ের ব্যবধানে ট্রেন দুটো যেমন পরস্পর থেকে চলে যায় দূর থেকে দূরে,বহুদূরে।
সময় যত বাড়তে থাকে ট্রেন দুটোর দূরত্বও তত বাড়তে থাকে ।
ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত দূরত্ব বেড়ে চলেছে তোমার আর আমার মাঝে।
তুমি আজ পেরিয়ে গিয়েছ আমার ভাবনার বিস্তীর্ণ উঠোন আর কল্পনার শেষ সীমানা।
এখন আর তোমাকে ছোঁয়া যায়না, দেখা যায়না।
এমনকি আমার ভাবনার জগতেও এখন তোমার অস্তিত্ব বিদঘুটে অন্ধকারাচ্ছন্ন,ঘোলাটে আর অস্পষ্ট।
তবু আজও আমার হৃদয় সিংহাসনে তোমার সেই ক্ষণিকের দেখা আর মধুমাখা বিদায়ের করুণ স্মৃতির স্থায়ী বসবাস।
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
রচনাকালঃ কাল্পনিক লেখা-২৬.০৭.২০২১ ইং ভৈরব, কিশোরগঞ্জ। ইমেইল salimraza242@gmail.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২১বাহ্ সুন্দর মননে অপরূপ ভাবনা
-
কানিজ ফাতেমা ২৬/০৭/২০২১অসাধারণ, শুভ কামনা রইল 😊