এলো রমজান
এলো রমজান সবার ঘরে নতুন বার্তা নিয়ে,
এলো রমজান সবার ঘরে সুখের দেখা দিয়ে।
এলো রমজান সবার ঘরে শান্তির পরশ হয়ে,
এলো রমজান সবার ঘরে নদীর মতোন বয়ে।
এলো রমজান সবার ঘরে গল্প কবিতা ছন্দে,
এলো রমজান সবার ঘরে সকল ভালো মন্দে।
এলো রমজান সবার ঘরে নিয়ে রঙিন স্বপন,
এলো রমজান সবার ঘরে হয়ে দখিনা পবন।
এলো রমজান সবার ঘরে মানুষের সাম্য নিয়ে,
এলো রমজান সবার ঘরে বিভাজনে ভঙ্গ দিয়ে।
এলো রমজান সবার ঘরে ঈমানের পথ ধরে,
এলো রমজান ঘরে ঘরে সকল মুসলিমের তরে।
এলো রমজান সবার ঘরে গরীব আর ধনী যত,
এলো রমজান সবার ঘরে সারাতে মনের ক্ষত।
এলো রমজান সবার ঘরে খুলতে নতুন দোর,
এলো রমজান সবার ঘরে দেখাতে নতুন ভোর।
★************★**************★
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ,
বেলা -১২.৩০/ তাং-১৪-০৪-২০২১ ইং
পহেলা রমজান ★ পহেলা বৈশাখ -১৪২৮.
[email protected]
Shahzadpur, Sirajganj.
এলো রমজান সবার ঘরে সুখের দেখা দিয়ে।
এলো রমজান সবার ঘরে শান্তির পরশ হয়ে,
এলো রমজান সবার ঘরে নদীর মতোন বয়ে।
এলো রমজান সবার ঘরে গল্প কবিতা ছন্দে,
এলো রমজান সবার ঘরে সকল ভালো মন্দে।
এলো রমজান সবার ঘরে নিয়ে রঙিন স্বপন,
এলো রমজান সবার ঘরে হয়ে দখিনা পবন।
এলো রমজান সবার ঘরে মানুষের সাম্য নিয়ে,
এলো রমজান সবার ঘরে বিভাজনে ভঙ্গ দিয়ে।
এলো রমজান সবার ঘরে ঈমানের পথ ধরে,
এলো রমজান ঘরে ঘরে সকল মুসলিমের তরে।
এলো রমজান সবার ঘরে গরীব আর ধনী যত,
এলো রমজান সবার ঘরে সারাতে মনের ক্ষত।
এলো রমজান সবার ঘরে খুলতে নতুন দোর,
এলো রমজান সবার ঘরে দেখাতে নতুন ভোর।
★************★**************★
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ,
বেলা -১২.৩০/ তাং-১৪-০৪-২০২১ ইং
পহেলা রমজান ★ পহেলা বৈশাখ -১৪২৮.
[email protected]
Shahzadpur, Sirajganj.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৮/২০২২খুব সুন্দর রমজানের কথা।
-
এম এম হোসেন ১৫/০৪/২০২১চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৪/২০২১দারুণ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২১চমৎকার সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৪/২০২১মুমীনের সংযম বৃদ্ধি পাক।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২১এলো রমজান সবার ঘরে
নিয়ে নতুন ভোর,
সবার মনে একই চাওয়া
করোন বুঝি হবে দূর।।