www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠকবাজ

বেতন কাঁটলে হয় পাপ
মালিক হয়তো জানে।
কিছু টাকা দান করে তাই
মিথ্যে পূণ্য কেনে।

হারাম টাকা দান করলে
পূণ্য কী আর মেলে ?
হিবেস বড়োই কঠিন হবে
হারাম খাবার খেলে।

অন্যের হক মেরে যারা
সাজে দান বীর।
গোপনে করে কুকর্ম
প্রকাশ্যে সাজে পীর।

হাশরের মাঠে এভাবে কী
হওয়া যাবে পাড় ?
দেখবে সেদিন মহান প্রভু
চেপে ধরবেন ঘাড়।

হয়তো সেদিন নিজের ভুলে
চাইবে তারা মাফ।
মাফ পাবেনা কোন দানেই
বলা আছে সাফ।

সেলিম রেজা সাগর
এরিয়া সেলস ম্যানেজার।
হ্যামকো ইন্ডাঃ লিঃ
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
রচনার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
তারিখ ১৩ ই এপ্রিল ২০২১ ইংরেজি
সময়ঃ সন্ধ্যা ৬.৩০ মিনিট।
-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এম হোসেন ১৫/০৪/২০২১
    nice post
  • ঠকবাজী করে
    একবারে যাবে মরে।
  • হারাম টাকার এখন জোর বেশি।
  • সুন্দর লিখেছেন
  • ফয়জুল মহী ১৩/০৪/২০২১
    দারুণ প্রকাশ
 
Quantcast