www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয় নিশান

ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর,
মুসলিম সবে হাতটা মেলাও
কন্ঠে তোল সুর।
জিহাদের পথে ডাকছে দেখ
জান্নাতি সব হুর,
আল্লাহু আকবরের সুরে
শয়তান হবে দূর।
বিশ্বের মাঝে কায়েম করো
আল কোরআনের নুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।

মুসলমানের রক্তে কেন
রাজপথ হয় লাল ?
ভিনদেশী কোন শক্তি সদা
দিচ্ছে দাবার চাল ?
নয়তো তারা মানুষ কোন
ওরা হায়েনার পাল,
সময় এসেছে একতার বলে
তুলতে তাদের ছাল।
উমরের মতো রুখে দাঁড়ালে
রাক্ষস হবে দূর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।

স্বাধীন দেশে হক্বের কথা
যায়না কেন বলা ?
সত্য কথা বললে কেন
চেপে ধরে তারা গলা ?
মুসলিম হয়ে ঈমানের পথে
যায়না কেন চলা ?
বজ্র কন্ঠে জেগে দেখ
সকল দুয়ার খোলা।
অত্যাচারির কালো মসনদ
করে দাও ভাংচুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।

২৮.০৩.২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লিখেছন
  • মাহতাব বাঙ্গালী ০৯/০৪/২০২১
    প্রতিবাদী আর বিদ্রোহীভাব নিয়ে সুন্দর লিখেছেন
  • সুন্দর লিখেছেন
  • বিজয় নিশান উরছে ঐ ।
    সবে মোরা আনন্দে রই।
  • অসাধারণ।শুভেচ্ছা কবিকে।
  • চমৎকার, ঐ না লিখে ওই লিখলে আরও ভাল।
  • ফয়জুল মহী ০৮/০৪/২০২১
    ঝর্ণার মত ছন্দোময়ে শৈল্পিক কারুকাজ।
  • নীলা ০৮/০৪/২০২১
    অসাধারন কবিতা
 
Quantcast