বিজয় নিশান
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর,
মুসলিম সবে হাতটা মেলাও
কন্ঠে তোল সুর।
জিহাদের পথে ডাকছে দেখ
জান্নাতি সব হুর,
আল্লাহু আকবরের সুরে
শয়তান হবে দূর।
বিশ্বের মাঝে কায়েম করো
আল কোরআনের নুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
মুসলমানের রক্তে কেন
রাজপথ হয় লাল ?
ভিনদেশী কোন শক্তি সদা
দিচ্ছে দাবার চাল ?
নয়তো তারা মানুষ কোন
ওরা হায়েনার পাল,
সময় এসেছে একতার বলে
তুলতে তাদের ছাল।
উমরের মতো রুখে দাঁড়ালে
রাক্ষস হবে দূর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
স্বাধীন দেশে হক্বের কথা
যায়না কেন বলা ?
সত্য কথা বললে কেন
চেপে ধরে তারা গলা ?
মুসলিম হয়ে ঈমানের পথে
যায়না কেন চলা ?
বজ্র কন্ঠে জেগে দেখ
সকল দুয়ার খোলা।
অত্যাচারির কালো মসনদ
করে দাও ভাংচুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
২৮.০৩.২০২১
নয়তো বেশি দূর,
মুসলিম সবে হাতটা মেলাও
কন্ঠে তোল সুর।
জিহাদের পথে ডাকছে দেখ
জান্নাতি সব হুর,
আল্লাহু আকবরের সুরে
শয়তান হবে দূর।
বিশ্বের মাঝে কায়েম করো
আল কোরআনের নুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
মুসলমানের রক্তে কেন
রাজপথ হয় লাল ?
ভিনদেশী কোন শক্তি সদা
দিচ্ছে দাবার চাল ?
নয়তো তারা মানুষ কোন
ওরা হায়েনার পাল,
সময় এসেছে একতার বলে
তুলতে তাদের ছাল।
উমরের মতো রুখে দাঁড়ালে
রাক্ষস হবে দূর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
স্বাধীন দেশে হক্বের কথা
যায়না কেন বলা ?
সত্য কথা বললে কেন
চেপে ধরে তারা গলা ?
মুসলিম হয়ে ঈমানের পথে
যায়না কেন চলা ?
বজ্র কন্ঠে জেগে দেখ
সকল দুয়ার খোলা।
অত্যাচারির কালো মসনদ
করে দাও ভাংচুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
২৮.০৩.২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ১১/০৪/২০২১সুন্দর লিখেছন
-
মাহতাব বাঙ্গালী ০৯/০৪/২০২১প্রতিবাদী আর বিদ্রোহীভাব নিয়ে সুন্দর লিখেছেন
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৪/২০২১সুন্দর লিখেছেন
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৪/২০২১বিজয় নিশান উরছে ঐ ।
সবে মোরা আনন্দে রই। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৪/২০২১অসাধারণ।শুভেচ্ছা কবিকে।
-
নাসরীন আক্তার রুবি ০৮/০৪/২০২১চমৎকার, ঐ না লিখে ওই লিখলে আরও ভাল।
-
ফয়জুল মহী ০৮/০৪/২০২১ঝর্ণার মত ছন্দোময়ে শৈল্পিক কারুকাজ।
-
নীলা ০৮/০৪/২০২১অসাধারন কবিতা