হৃদয়ের ব্যথা
কার অন্তরে কত ব্যথা
দূরে থেকে যায়না বোঝা,
বুঝতে হলে যাইতে হবে
হৃদয়েরও কাছে.....
ব্যাথার সাগর নিয়ে বুকে
ঘোরে কারা হাসি মুখে,
জানতে হলে ঢুকতে হবে
মনেরও মাঝে।
সবাই ভাবে মহা সুখী
আসলে সে বড়োই দুঃখী,
বলেনা কেউ মনের কথা
সমাজেরও লাজে।
ঝলমলে পোশাকের নিচে
দেহ মন সবই মিছে,
শত কষ্ট লুকিয়ে রাখে
স্মৃতিরও ভাজে।
দূরে থেকে যায়না বোঝা,
বুঝতে হলে যাইতে হবে
হৃদয়েরও কাছে.....
ব্যাথার সাগর নিয়ে বুকে
ঘোরে কারা হাসি মুখে,
জানতে হলে ঢুকতে হবে
মনেরও মাঝে।
সবাই ভাবে মহা সুখী
আসলে সে বড়োই দুঃখী,
বলেনা কেউ মনের কথা
সমাজেরও লাজে।
ঝলমলে পোশাকের নিচে
দেহ মন সবই মিছে,
শত কষ্ট লুকিয়ে রাখে
স্মৃতিরও ভাজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৪/২০২১খুব সুন্দর।
-
প্রসেনজিৎ ঋষি ৩০/০৩/২০২১সত্যতার বহিঃপ্রকাশ করেছেন কবি। খুব ভালো।
-
Sandip Senapati ২৪/০৩/২০২১খুব সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৩/২০২১Nice