প্রাণের শাহজাদপুর
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর,
তোমার বুকে ভালোবাসার
বিশাল সমুদ্দুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
মনে প্রাণে ভালোবাসি
স্বপ্নে তোমার ছবি আঁকি,
হৃদয় মাঝে থাকো সদায়
থাকি যতই দূর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর........
তোমার রুপে তোমার গুণে
মুগ্ধ আমি দু-নয়নে,
তুমি ছাড়া মনে বাজে
ভিষণ করুণ সুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
যখন থাকি তোমার বুকে
মনটা নাচে দারুণ সুখে,
তোমার বুকে জীবন লাগে
বড়োই সুমধুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
বিঃদ্রঃ কেউ যদি কবিতাটি #গানের_তালে তুলে ধরতে চান।
তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সেলিম রেজা সাগর, শাহজাদপুর, সিরাজগঞ্জ -০১৯৬১-৫৩০২১৮.
ইমেইল [email protected]
প্রাণের শাহজাদপুর,
তোমার বুকে ভালোবাসার
বিশাল সমুদ্দুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
মনে প্রাণে ভালোবাসি
স্বপ্নে তোমার ছবি আঁকি,
হৃদয় মাঝে থাকো সদায়
থাকি যতই দূর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর........
তোমার রুপে তোমার গুণে
মুগ্ধ আমি দু-নয়নে,
তুমি ছাড়া মনে বাজে
ভিষণ করুণ সুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
যখন থাকি তোমার বুকে
মনটা নাচে দারুণ সুখে,
তোমার বুকে জীবন লাগে
বড়োই সুমধুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
বিঃদ্রঃ কেউ যদি কবিতাটি #গানের_তালে তুলে ধরতে চান।
তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সেলিম রেজা সাগর, শাহজাদপুর, সিরাজগঞ্জ -০১৯৬১-৫৩০২১৮.
ইমেইল [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ০২/০৩/২০২১অনন্য প্রকাশ
-
আলমগীর সরকার লিটন ০২/০৩/২০২১খুব সুন্দর লাগল
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৩/২০২১সুন্দর হয়েছে। ধন্যবাদ।
-
আশরাফুল হক মহিন ০১/০৩/২০২১নাইস..
-
ফয়জুল মহী ০১/০৩/২০২১লেখা পড়ে পুলকিত হলাম ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৩/২০২১beautiful...