ব্যথার পেটে সুখ
ব্যথার সাগরে ডুবে মরি,
খুঁজি সুখের তরী।
তরী পেয়ে উঠে দেখি,
বেদনায় আছে ভরি।
তরী থেকে ঐ তরী যাই,
সেথায়ও কষ্টে ভরা।
তীরে নেমে দেখি সেথায়,
বেদনায় নীল ধরা।
এ পাড়েতে কোন সুখ নাই,
ঐ পাড়ে যাই চলে।
সেখানেও দেখি সুখের অভাব,
সকল লোকে বলে।
ওপাড়ের সুখ ছেড়ে কেনো,
আসলে এপাড় বলো ?
সবাই বলে মোদের নিয়ে,
ঐ পাড়েতে চলো।
মনের দুঃখে চলে এলাম,
নিজের ভাঙা নীড়ে।
দুঃখ গুলো রাঙিয়ে নিলাম,
সুখ গুলো এলো ফিরে।
ওখানে সুখ সেখানে সুখ,
সুখ থাকেনা হাটে।
সুখের বীজ রোপণ করো,
নিজের মনের মাঠে।
দেখবে তখন সুখের মেলা,
লেগেছে হৃদয় মাঝে।
চারিপাশে ঘুরবে সুখ,
সকাল,সন্ধ্যা,সাঁঝে।
খুঁজি সুখের তরী।
তরী পেয়ে উঠে দেখি,
বেদনায় আছে ভরি।
তরী থেকে ঐ তরী যাই,
সেথায়ও কষ্টে ভরা।
তীরে নেমে দেখি সেথায়,
বেদনায় নীল ধরা।
এ পাড়েতে কোন সুখ নাই,
ঐ পাড়ে যাই চলে।
সেখানেও দেখি সুখের অভাব,
সকল লোকে বলে।
ওপাড়ের সুখ ছেড়ে কেনো,
আসলে এপাড় বলো ?
সবাই বলে মোদের নিয়ে,
ঐ পাড়েতে চলো।
মনের দুঃখে চলে এলাম,
নিজের ভাঙা নীড়ে।
দুঃখ গুলো রাঙিয়ে নিলাম,
সুখ গুলো এলো ফিরে।
ওখানে সুখ সেখানে সুখ,
সুখ থাকেনা হাটে।
সুখের বীজ রোপণ করো,
নিজের মনের মাঠে।
দেখবে তখন সুখের মেলা,
লেগেছে হৃদয় মাঝে।
চারিপাশে ঘুরবে সুখ,
সকাল,সন্ধ্যা,সাঁঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ০৯/১১/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০৮/১১/২০২০অনবদ্য প্রকাশ বেশ ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/১১/২০২০ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১১/২০২০ভাল ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/১১/২০২০চমৎকার।
-
কবীর হুমায়ূন ০৮/১১/২০২০অনেক সুন্দর হয়েছে। ছন্দ এবং ভাবনার প্রকাশ ভালো লেগেছে। শুভ কামনা কবি সেলিম রেজা সাগর।