বউমা
আজকে হয়তো বৌ মা তুমি
হবে কালকে শাশুড়ী।
আজকে খাবে পোলাও কোরমা
খাবে কালকে খিচুড়ি।
কার কপালে কখন কি হয়
ঠিক নাই সেই ঘড়ি।
কখন কে কোন ফাঁদে পরে
কোন খালে গিয়ে পরি।
আজকে তোমার যৌবন ভরা
কালকে হবে বুড়ি।
আজকে তুমি পাওয়ার স্টোন
কালকে হবে নুড়ি।
পাপের ফসল ফিরে এলে
ডুববে সুখের তরী।
তারচেয়ে ভালো সহজভাবে
সুখি জীবন গড়ি।
রচনাকাল ও স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ। ০২.০৯.২০২০ ইং-
হবে কালকে শাশুড়ী।
আজকে খাবে পোলাও কোরমা
খাবে কালকে খিচুড়ি।
কার কপালে কখন কি হয়
ঠিক নাই সেই ঘড়ি।
কখন কে কোন ফাঁদে পরে
কোন খালে গিয়ে পরি।
আজকে তোমার যৌবন ভরা
কালকে হবে বুড়ি।
আজকে তুমি পাওয়ার স্টোন
কালকে হবে নুড়ি।
পাপের ফসল ফিরে এলে
ডুববে সুখের তরী।
তারচেয়ে ভালো সহজভাবে
সুখি জীবন গড়ি।
রচনাকাল ও স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ। ০২.০৯.২০২০ ইং-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২০অনন্য আহ্বান প্রিয় কবি।
-
অমিতাভ স্বর্ণকার ০৪/০৯/২০২০কবিতায় বাস্তবতার ছোঁয়া ফুটে উঠেছে।
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৯/২০২০চিরন্তন ধারা কাব্যিক ছন্দে দারুন প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৯/২০২০This is reality.
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৯/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২০Excellent