ভালোবাসা
ভালোবাসার নির্দিষ্ট কোন ধর্ম নেই,
ভালোবাসার নির্দিষ্ট কোন সীমানা নেই,
ভালোবাসার নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই।
ভালোবাসা একটি মর্মস্পর্শী অনুভূতি,
ভালোবাসা একটি অকৃত্রিম আকুতি,
ভালোবাসা হলো দুটি হৃদয়ের প্রীতি।
কেউ হয়তো দেখে শুনে ভালোবাসে,
কেউ আবার না দেখেই ভালোবাসে,
পাবেনা জেনেও কেউ ভালোবাসে।
ভালোবাসা কখনো চোখে দেখা যায়না,
ভালোবাসা কখনো প্রকাশ করা যায়না,
ভালোবাসা কখনো আটকে রাখা যায়না।
ভালোবাসা মানে পাহাড় সমান আশা,
ভালোবাসা মানে দুটি হৃদয়ের ভাষা,
ভালোবাসার তুলনা শুধুই ভালোবাসা।
❤❤❤❤❤❤❤❤❤❤❤
রচনার স্থান ও কালঃ ২৭.০৮.২০২০ রাতঃ ৮.০০ মিঃ
ভৈরব, কিশোরগঞ্জ।
ভালোবাসার নির্দিষ্ট কোন সীমানা নেই,
ভালোবাসার নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই।
ভালোবাসা একটি মর্মস্পর্শী অনুভূতি,
ভালোবাসা একটি অকৃত্রিম আকুতি,
ভালোবাসা হলো দুটি হৃদয়ের প্রীতি।
কেউ হয়তো দেখে শুনে ভালোবাসে,
কেউ আবার না দেখেই ভালোবাসে,
পাবেনা জেনেও কেউ ভালোবাসে।
ভালোবাসা কখনো চোখে দেখা যায়না,
ভালোবাসা কখনো প্রকাশ করা যায়না,
ভালোবাসা কখনো আটকে রাখা যায়না।
ভালোবাসা মানে পাহাড় সমান আশা,
ভালোবাসা মানে দুটি হৃদয়ের ভাষা,
ভালোবাসার তুলনা শুধুই ভালোবাসা।
❤❤❤❤❤❤❤❤❤❤❤
রচনার স্থান ও কালঃ ২৭.০৮.২০২০ রাতঃ ৮.০০ মিঃ
ভৈরব, কিশোরগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০অসাধারণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৮/২০২০শুধুই ভালোবাসা।
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৯/০৮/২০২০Sotti-e apni kobi, valobadar upojutto songa uposthapon korlen, ami bisomito, shuv kamona roilo priyo kobi
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৮/২০২০প্রকৃতই লিখেছেন ভাই।
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৮/২০২০বেশ ভালো লেগেছে।
-
কুমারেশ সরদার ২৮/০৮/২০২০ভালোবাসার জয় হোক
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৮/২০২০ভালবাসা জিন্দাবাদ
-
ফয়জুল মহী ২৭/০৮/২০২০মনোরম লেখা