www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপশক্তি

সত্য বলা যেই দেশেতে সবচেয়ে বড়ো পাপ,
বিয়ে ছাড়াই কেউ কেউ সকল লোকের বাপ।

সত্য কথায় ভাগ্যে জোটে বিপদ আছে যত।
থাকতে বাধ্য চোখ বুঝে চলুক যে যার মতো।

চোখ খুলে মুখটা ফুটে বললে সঠিক কথা।
দেহের সাথে ঘাড় থাকবে থাকবেনা তার মাথা।

গোজা মিলে চললে তুমি সবার কাছে ভালো।
থাকবেনা কভু কোন দোষ যদি তেল ঢালো।

মনের দুয়ার বন্ধ করে মাথা করলে নিচু।
হবে তুমি শুদ্ধি মানব বলবেনা কেউ কিছু।

মাঝে মাঝে ইনাম পাবে পাবে ঝুটা কাঁটা।
দিন শেষে বুঝবে তুমি কপাল তোমার ফাঁটা।

হৃদয় ফেঁটে মরার আগে উঠলে সবাই জেগে।
দূর্ণীতি আর অপশক্তি যাবে সবই ভেগে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ২৯/০৭/২০২০
    পরিপূর্ণ লেখনী
  • অনুপ্রেরনাদায়ক
  • Very Good.
  • ফয়জুল মহী ২৮/০৭/২০২০
    সুনিপুণ লেখা
 
Quantcast