ব্যবধান
খাটিয়ে তনু ঝরাই ঘাম,
যার তরে দিন রাত।
এখন দেখি প্যাঁচে ফেলে,
কেড়ে নেয় নুন ভাত।
বুকের বামে যারে আমি,
দিয়ে রাখি সদা ঠাই।
এখন দেখি তার পায়েও,
ঠাই বুঝি মোর নাই।
বাবা মাকে না মানলেও,
মানি তার রীতি নীতি।
তবুও দেখি মোদের মাঝে,
বাড়েনি কোন প্রেম প্রীতি।
যার হুকুমে অর্ধাহারে,
ঘুরি সদা দ্বারেদ্বারে।
এখন দেখি তার প্যাঁচে,
আছি পুরো অনাহারে।
নানান দাবীতে বাচ্চা কাঁদে,
বাবা মাও চেয়ে থাকে।
কিভাবে কাঁটে শ্রমিকের দিন,
সেই খবর কে-বা রাখে।
এত ব্যবধান মোদের মাঝে,
কখনো ভাবিনি আগে।
তাই বুঝি আজ হৃদয়েতে,
থেকে থেকে ব্যথা জাগে।
তবুও মোরা আছি বেঁচে,
শুকরিয়া প্রভুর কাছে।
ভেদাভেদ ভুলে সাম্য চাই,
সকল মানুষের মাঝে।
❤❤❤❤❤❤❤❤❤
রচনাকালঃ ১৩ ই জন ২০২০ ইং, ভৈরব, কিশোরগঞ্জ।
ই-মেইলঃ [email protected]
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
যার তরে দিন রাত।
এখন দেখি প্যাঁচে ফেলে,
কেড়ে নেয় নুন ভাত।
বুকের বামে যারে আমি,
দিয়ে রাখি সদা ঠাই।
এখন দেখি তার পায়েও,
ঠাই বুঝি মোর নাই।
বাবা মাকে না মানলেও,
মানি তার রীতি নীতি।
তবুও দেখি মোদের মাঝে,
বাড়েনি কোন প্রেম প্রীতি।
যার হুকুমে অর্ধাহারে,
ঘুরি সদা দ্বারেদ্বারে।
এখন দেখি তার প্যাঁচে,
আছি পুরো অনাহারে।
নানান দাবীতে বাচ্চা কাঁদে,
বাবা মাও চেয়ে থাকে।
কিভাবে কাঁটে শ্রমিকের দিন,
সেই খবর কে-বা রাখে।
এত ব্যবধান মোদের মাঝে,
কখনো ভাবিনি আগে।
তাই বুঝি আজ হৃদয়েতে,
থেকে থেকে ব্যথা জাগে।
তবুও মোরা আছি বেঁচে,
শুকরিয়া প্রভুর কাছে।
ভেদাভেদ ভুলে সাম্য চাই,
সকল মানুষের মাঝে।
❤❤❤❤❤❤❤❤❤
রচনাকালঃ ১৩ ই জন ২০২০ ইং, ভৈরব, কিশোরগঞ্জ।
ই-মেইলঃ [email protected]
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সঞ্জয় শর্মা ১৫/০৬/২০২০
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/০৬/২০২০ভালো লাগলো
-
Md. Rayhan Kazi ১৪/০৬/২০২০ভালোই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৬/২০২০নাইস
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৪/০৬/২০২০চমৎকার বাস্তবতা, মাঝখানে চরণে যা বললেন মন ছুয়ে গেলো।
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৬/২০২০সুন্দর ভাবনার প্রতিফলণ।
-
পি পি আলী আকবর ১৪/০৬/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৩/০৬/২০২০চমৎকার ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০মনোমুগ্ধকর হয়েছে।
সাম্যের সমাজতন্ত্র মুক্তি পাক।
খুব ভালো লাগলো,
শুভ কামনা রইলো।