www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যবধান

খাটিয়ে তনু ঝরাই ঘাম,
যার তরে দিন রাত।
এখন দেখি প্যাঁচে ফেলে,
কেড়ে নেয় নুন ভাত।

বুকের বামে যারে আমি,
দিয়ে রাখি সদা ঠাই।
এখন দেখি তার পায়েও,
ঠাই বুঝি মোর নাই।

বাবা মাকে না মানলেও,
মানি তার রীতি নীতি।
তবুও দেখি মোদের মাঝে,
বাড়েনি কোন প্রেম প্রীতি।

যার হুকুমে অর্ধাহারে,
ঘুরি সদা দ্বারেদ্বারে।
এখন দেখি তার প্যাঁচে,
আছি পুরো অনাহারে।

নানান দাবীতে বাচ্চা কাঁদে,
বাবা মাও চেয়ে থাকে।
কিভাবে কাঁটে শ্রমিকের দিন,
সেই খবর কে-বা রাখে।

এত ব্যবধান মোদের মাঝে,
কখনো ভাবিনি আগে।
তাই বুঝি আজ হৃদয়েতে,
থেকে থেকে ব্যথা জাগে।

তবুও মোরা আছি বেঁচে,
শুকরিয়া প্রভুর কাছে।
ভেদাভেদ ভুলে সাম্য চাই,
সকল মানুষের মাঝে।
❤❤❤❤❤❤❤❤❤
রচনাকালঃ ১৩ ই জন ২০২০ ইং, ভৈরব, কিশোরগঞ্জ।
ই-মেইলঃ [email protected]
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সঞ্জয় শর্মা ১৫/০৬/২০২০
    বৈষম্যের পুজিবাদ নিপাত যাক,
    সাম্যের সমাজতন্ত্র মুক্তি পাক।


    খুব ভালো লাগলো,
    শুভ কামনা রইলো।
  • ভালো লাগলো
  • Md. Rayhan Kazi ১৪/০৬/২০২০
    ভালোই
  • নাইস
  • চমৎকার বাস্তবতা, মাঝখানে চরণে যা বললেন মন ছুয়ে গেলো।
  • সুন্দর ভাবনার প্রতিফলণ।
  • পি পি আলী আকবর ১৪/০৬/২০২০
    সুন্দর
  • ফয়জুল মহী ১৩/০৬/২০২০
    চমৎকার ।
  • মনোমুগ্ধকর হয়েছে।
 
Quantcast