করোনার কীর্তি
ইনকাম নাই পুঁজিও নাই,
কি নিয়ে বলো বাজারে যাই ?
বাজার নাই সদাই নাই,
তাই ঘরণীও দেয় চাপ !
বিপাকে আজ সকল শ্রমিক,
আগুনে কী দিবে ঝাপ ?
ঘরে বাইরে সমান জ্বালা,
প্যারায় বাপরে বাপ ।
কি নিয়ে বলো বাজারে যাই ?
বাজার নাই সদাই নাই,
তাই ঘরণীও দেয় চাপ !
বিপাকে আজ সকল শ্রমিক,
আগুনে কী দিবে ঝাপ ?
ঘরে বাইরে সমান জ্বালা,
প্যারায় বাপরে বাপ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১০/০৬/২০২০খুবই ভালো...
-
ন্যান্সি দেওয়ান ১০/০৬/২০২০খুব ভাল
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৬/২০২০করোনা ভয়, আর নয়।
-
ফয়জুল মহী ০৯/০৬/২০২০Very good post