চিঠি
আমি কারে দিয়ে পাঠাই চিঠি
প্রধানমন্ত্রীর কাছে,
যদি ডাকপিয়নে সেই চিঠিটা
চুরি করে পাছে।
নালিশ আমার থাকবে পরে
বন্ধ খামের মাঝে,
চিঠি তবে কেমনে বলো
লাগবে সবার কাজে।
এই চিঠিতে লেখা আছে
অসহায়দের শোক,
ন্যায্য দাবি পায়না লোকে
অন্য করে ভোগ।
পথের মাঝেই চিঠি যদি
খোলে অন্য লোকে,
আঁধার ধারা নামবে জানি
আমার দুটি চোখে।
তারচেয়ে ভালো বিচার জানাই
মহান প্রভুর দ্বারে,
গরীবের মাল খাচ্ছে যারা
হেদায়েত দাও তারে।
নইলে প্রভু পাঠাও বঙ্গে
সত্যিকারের নেতা,
বাঁচবে সবাই যার ছাঁয়াতে
হয়ে স্বাধীনচেতা।
**************************
প্রেক্ষাপটঃ করোনায় ত্রান বিতরণে ব্যাপক অনিয়ম।
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ইই-মেইলঃ [email protected]
প্রধানমন্ত্রীর কাছে,
যদি ডাকপিয়নে সেই চিঠিটা
চুরি করে পাছে।
নালিশ আমার থাকবে পরে
বন্ধ খামের মাঝে,
চিঠি তবে কেমনে বলো
লাগবে সবার কাজে।
এই চিঠিতে লেখা আছে
অসহায়দের শোক,
ন্যায্য দাবি পায়না লোকে
অন্য করে ভোগ।
পথের মাঝেই চিঠি যদি
খোলে অন্য লোকে,
আঁধার ধারা নামবে জানি
আমার দুটি চোখে।
তারচেয়ে ভালো বিচার জানাই
মহান প্রভুর দ্বারে,
গরীবের মাল খাচ্ছে যারা
হেদায়েত দাও তারে।
নইলে প্রভু পাঠাও বঙ্গে
সত্যিকারের নেতা,
বাঁচবে সবাই যার ছাঁয়াতে
হয়ে স্বাধীনচেতা।
**************************
প্রেক্ষাপটঃ করোনায় ত্রান বিতরণে ব্যাপক অনিয়ম।
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ইই-মেইলঃ [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বেগম সেলিনা খাতুন ১৯/০৫/২০২০সময় উপযোগী লেখা। খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন।
-
মোঃ মাহামুদুল হাসান ১৯/০৫/২০২০সুন্দর
-
শুভ্র নীল ১৮/০৫/২০২০বাস্তবতাকে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন কবি ...
-
কুমারেশ সরদার ১৮/০৫/২০২০সুন্দর ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৫/২০২০খুব সুন্দর লিখেছেন ভাই।
-
ইসমাইল জসীম ১৮/০৫/২০২০বাস্তব বিষয় । ভালো থাকুন ।
-
ফয়জুল মহী ১৮/০৫/২০২০নন্দিত ভাবে উপস্থাপন ।