ক্ষমা
তোমাদের নাহি বলে
যদি আমি যাই চলে,
ক্ষমা করে দিও সকলে
রেখোনা দাবির দখলে।
জীবনের বাতি জ্বলে
গহীন আঁধার তলে ,
বেলা চলে যায় অবেলায়
সন্ধ্যা নামে যে খেলায়।
কেউবা জীবন খোঁজে
জীবনের মানে বোঝে,
কেউবা দূরন্ত চলে
নফসের দোলাচালে।
আমি চলি কোন পথে
ভুল কী সঠিক মতে,
ক্ষমা চাই আমি আজ
প্রভু,হাশরে দিওনা লাজ।
যদি আমি যাই চলে,
ক্ষমা করে দিও সকলে
রেখোনা দাবির দখলে।
জীবনের বাতি জ্বলে
গহীন আঁধার তলে ,
বেলা চলে যায় অবেলায়
সন্ধ্যা নামে যে খেলায়।
কেউবা জীবন খোঁজে
জীবনের মানে বোঝে,
কেউবা দূরন্ত চলে
নফসের দোলাচালে।
আমি চলি কোন পথে
ভুল কী সঠিক মতে,
ক্ষমা চাই আমি আজ
প্রভু,হাশরে দিওনা লাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৬/০৫/২০২০এক কথায় অপূর্ব।সুন্দর!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৫/২০২০Nice.
-
দীপজয় গাঙ্গুলী ১৬/০৫/২০২০বেশ ভালো।
-
ফয়জুল মহী ১৬/০৫/২০২০পড়ে অভিভূত হলাম