কোয়ারেন্টাইন
কোয়ারেন্টাইন নিয়ে লেখি,
প্রজাপতিদের নাচ দেখি,
পাখি গুলোর গান শুনি,
মুক্ত হওয়ার স্বপ্ন বুনি,
আজি মনে মনে।
কেউবা দেখি ভয়ে মরে,
কেউবা দেখি চুরি করে,
কেউবা দাতার বেশ ধরে,
কেউবা দেখি আছে ঘরে,
দিন গুনে গুনে।
প্রজাপতিদের নাচ দেখি,
পাখি গুলোর গান শুনি,
মুক্ত হওয়ার স্বপ্ন বুনি,
আজি মনে মনে।
কেউবা দেখি ভয়ে মরে,
কেউবা দেখি চুরি করে,
কেউবা দাতার বেশ ধরে,
কেউবা দেখি আছে ঘরে,
দিন গুনে গুনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৪/২০২০শুভ কামনা।