মহাযাত্রা
দুনিয়ায় আসার সিরিয়াল আছে,
যাওয়ার সিরিয়াল নাই।
না জানি কখন কোনখানে গিয়ে,
ফিরে যাওয়ার চিঠি পাই।
আগে আসে দাদা এতপর বাবা,
তারপর আসে ছেলে।
ফেরার বেলায় নাই সিরিয়াল,
নাতি যায় দাদাকে ফেলে।
যতই চলছি সম্মুখ পানে
মহাযাত্রা আসছে কাছে।
দম ফুরালে দিতে হবে পাড়ি,
থাকা হবেনা ধরা মাঝে।
যাওয়ার সিরিয়াল নাই।
না জানি কখন কোনখানে গিয়ে,
ফিরে যাওয়ার চিঠি পাই।
আগে আসে দাদা এতপর বাবা,
তারপর আসে ছেলে।
ফেরার বেলায় নাই সিরিয়াল,
নাতি যায় দাদাকে ফেলে।
যতই চলছি সম্মুখ পানে
মহাযাত্রা আসছে কাছে।
দম ফুরালে দিতে হবে পাড়ি,
থাকা হবেনা ধরা মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৬/০৪/২০২০জীবনের ধর্ম বুঝি এমনই।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৫/০৪/২০২০খুব ভালো প্রকাশ ।
-
গাজী তারেক আজিজ ০৫/০৪/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৪/২০২০বাঃ
-
জুনায়েদ বি রাহমান ০৫/০৪/২০২০কঠিন বাস্তবতা!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২০আমরা মহাযাত্রার জন্য সবসময় প্রস্তুত থাকি।
-
ফয়জুল মহী ০৫/০৪/২০২০অসাধারণ লিখেছেন। ভালো লাগলো। ।