সুখ পাখি
ও আমার সুখ পাখি তুমি কই ?
শুধু তোমার প্রতিক্ষায় রই ?
তুমি কি নীল আকাশের চিল?
নাকি দিগন্ত জোরা বিল?
তুমি কি তালপাতার কোন বাঁশি?
নাকি স্বপ্ন রাজার দাসী?
তুমি কি বাগানের ফুটন্ত ফুল?
নাকি মিথ্যা মরিচীকার ভুল?
সুখ তুমি কি ঘুমের ঘরের স্বপ্ন?
নাকি সাত রাজার ধন রত্ন?
সুখ তুমি কি শুধুই মনের ভাবনা?
নাকি মিথ্যা কোন ধারণা?
সুখ তুমি কি মিথ্যা কোন শান্তনা?
নাকি শুধুই মনের যাতনা?
সুখ তুমি কি দুঃখীর ঘরে ফোটো না?
নাকি তুমি লোকের মিথ্যা রটনা?
সুখ তুমি এই জীবনে আসো,
একটু আমাকেও ভালোবাসো।
তোমার শীতল প্রেমের পরশে,
বাঁচতে চাই আজ মনের হরষে।
শুধু তোমার প্রতিক্ষায় রই ?
তুমি কি নীল আকাশের চিল?
নাকি দিগন্ত জোরা বিল?
তুমি কি তালপাতার কোন বাঁশি?
নাকি স্বপ্ন রাজার দাসী?
তুমি কি বাগানের ফুটন্ত ফুল?
নাকি মিথ্যা মরিচীকার ভুল?
সুখ তুমি কি ঘুমের ঘরের স্বপ্ন?
নাকি সাত রাজার ধন রত্ন?
সুখ তুমি কি শুধুই মনের ভাবনা?
নাকি মিথ্যা কোন ধারণা?
সুখ তুমি কি মিথ্যা কোন শান্তনা?
নাকি শুধুই মনের যাতনা?
সুখ তুমি কি দুঃখীর ঘরে ফোটো না?
নাকি তুমি লোকের মিথ্যা রটনা?
সুখ তুমি এই জীবনে আসো,
একটু আমাকেও ভালোবাসো।
তোমার শীতল প্রেমের পরশে,
বাঁচতে চাই আজ মনের হরষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২২/০৪/২০২০দারুন
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৩/২০২০শুভ কামনা
-
ফয়জুল মহী ১২/০৩/২০২০অপরূপ ভাবনা। বস্তুনিষ্ঠ লেখা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৩/২০২০অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ১২/০৩/২০২০সুন্দর অন্তমিল----------