কৃত্রিম নগর
কৃত্রিমতার ছাঁয়ায় আজ দেখি,
ঢেকে গেছে পুরো দেশটা।
চোখ বুঝে তাই চুপ করে আছি,
দেখে যাবো এর শেষটা।
পারে যে তারা করতে সদায়,
কতটা মিথ্যে অভিনয়।
সয়না যা পায়ে কভু হায় !
ফাঁদে পড়ে তা গায়েতে সয়।
বাঘেরাও দেখি ভয়ে কেঁপে মরে,
বিড়ালের দেওয়া হুংকারে,
বিদ্যা বোঝাই শেয়ালও পালায়,
গাধাদের দেওয়া ফুৎকারে।
কাকেদের সাজ সজ্জা দেখে,
ময়ুর পালায় শরমে।
শক্তের তরে ভক্ত সবাই,
যত চাঁপ দেখি নরমে।
কোকিলের গান ভালো লাগেনা,
কাকের গানে নৃত্য।
ভৃত্য যত মালিক হয়েছে
মালিক হয়েছে ভৃত্য।
বেতন তার বারো হাজার,
মেয়ের খরচ দশ।
ছেলে দুইটা বিদেশ পড়ে,
নিচ্ছে ফসা ফস।
তবু তার বাড়ি গাড়ি,
নিত্য দিনই বাড়ে,
সরকারি ছোট চাকরি করে,
কিভাবে এসব পারে ?
কতজন দেখি ভাব ধরে রয়
বিশাল সাহিত্যমনা।
অন্তরে নাই মানবতা তার,
কিংবা বিদ্যার কণা।
ঢেকে গেছে পুরো দেশটা।
চোখ বুঝে তাই চুপ করে আছি,
দেখে যাবো এর শেষটা।
পারে যে তারা করতে সদায়,
কতটা মিথ্যে অভিনয়।
সয়না যা পায়ে কভু হায় !
ফাঁদে পড়ে তা গায়েতে সয়।
বাঘেরাও দেখি ভয়ে কেঁপে মরে,
বিড়ালের দেওয়া হুংকারে,
বিদ্যা বোঝাই শেয়ালও পালায়,
গাধাদের দেওয়া ফুৎকারে।
কাকেদের সাজ সজ্জা দেখে,
ময়ুর পালায় শরমে।
শক্তের তরে ভক্ত সবাই,
যত চাঁপ দেখি নরমে।
কোকিলের গান ভালো লাগেনা,
কাকের গানে নৃত্য।
ভৃত্য যত মালিক হয়েছে
মালিক হয়েছে ভৃত্য।
বেতন তার বারো হাজার,
মেয়ের খরচ দশ।
ছেলে দুইটা বিদেশ পড়ে,
নিচ্ছে ফসা ফস।
তবু তার বাড়ি গাড়ি,
নিত্য দিনই বাড়ে,
সরকারি ছোট চাকরি করে,
কিভাবে এসব পারে ?
কতজন দেখি ভাব ধরে রয়
বিশাল সাহিত্যমনা।
অন্তরে নাই মানবতা তার,
কিংবা বিদ্যার কণা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৮/০২/২০২০বাস্তবতার মিল আছে কবি দা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৭/০২/২০২০খুব ভালো লেখা
-
ফয়জুল মহী ০৭/০২/২০২০পরিপাটি লেখা ।