ডাক
বৃদ্ধার দিকে তাকাও তরুণ
তোমাকেও হতে হবে,
ভেবেছো কী মনে সারাটা জনম
এভাবেই তুমি রবে ?
কত দামী এই যৌবন কাল
বুঝবে তুমি কবে ?
নাকি ভাবছো হাজার বছর
এভাবেই রবে ভবে।
চোখের পলকে দিন চলে যাবে
দেখবে শেষে চেয়ে,
বিদায়ের সুর ভেসে আসছে
তোমার পানে ধেয়ে।
কী কাজে কাটালে সারাটা যৌবন
সাধের জনম পেয়ে ?
হিসেব মিলাতে চোখের পানি
মুখপানে যাবে বেয়ে।
ভেবেছিলে তুমি দেহের শক্তি
কভু হবে নাকো শেষ ?
যাক না যতই দিন পাড় হয়ে
এভাবেই রবে বেশ।
ভাবনা তোমার মিথ্যা হলো
সময় আজ ক্ষীণ!
মসনদে বসে ভোগ করেছো
চেয়ে দেখো কত ঋণ।
জীবন তরীর শেষ ঘাটে এসে
নোঙ্গর ফেলেছো গেড়ে,
আসছে দেখো ডুবানিয়া ঠেউ
তোমার পানে তেড়ে।
কোটি কোটি তরী এই ঘাটেতে
ডুবেছে দিনের শেষে,
কেউ ডুবেছে কীটের মত
কেউবা বীরের বেশে।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
২৬.০১.২০২০. ভৈরব, কিশোরগঞ্জ
শাহজাদপুর, সিরাজগঞ্জ -
salimraza242@gmail.com
তোমাকেও হতে হবে,
ভেবেছো কী মনে সারাটা জনম
এভাবেই তুমি রবে ?
কত দামী এই যৌবন কাল
বুঝবে তুমি কবে ?
নাকি ভাবছো হাজার বছর
এভাবেই রবে ভবে।
চোখের পলকে দিন চলে যাবে
দেখবে শেষে চেয়ে,
বিদায়ের সুর ভেসে আসছে
তোমার পানে ধেয়ে।
কী কাজে কাটালে সারাটা যৌবন
সাধের জনম পেয়ে ?
হিসেব মিলাতে চোখের পানি
মুখপানে যাবে বেয়ে।
ভেবেছিলে তুমি দেহের শক্তি
কভু হবে নাকো শেষ ?
যাক না যতই দিন পাড় হয়ে
এভাবেই রবে বেশ।
ভাবনা তোমার মিথ্যা হলো
সময় আজ ক্ষীণ!
মসনদে বসে ভোগ করেছো
চেয়ে দেখো কত ঋণ।
জীবন তরীর শেষ ঘাটে এসে
নোঙ্গর ফেলেছো গেড়ে,
আসছে দেখো ডুবানিয়া ঠেউ
তোমার পানে তেড়ে।
কোটি কোটি তরী এই ঘাটেতে
ডুবেছে দিনের শেষে,
কেউ ডুবেছে কীটের মত
কেউবা বীরের বেশে।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
২৬.০১.২০২০. ভৈরব, কিশোরগঞ্জ
শাহজাদপুর, সিরাজগঞ্জ -
salimraza242@gmail.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহামুদুল হাসান শোভন ২৭/০১/২০২০সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০১/২০২০সুন্দর
-
এস এম আলমগীর হোসেন ২৬/০১/২০২০ভাল