www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঐক্যের ডাক

মুসলিম যদি ঐক্যের পথে থাকিত জীবন ভর,
ইসলামের ঐ ঘোর শত্রুরাও পাইত সদায় ডর।

মুসলিম হল সিংহের জাতী ভুলিয়া গিয়াছে আজি,
মুশরিক আর বে-দ্বীনেরা তাই হয়েছে ধরার কাজী।

মুসলিম হল ভাই ভাই তবু নেইকো তাদের মিল,
শাসন ক্ষমতার দরজায় তাই শত্রু দিয়েছে খিল।

হারিয়ে ফেলেছে মুসলিম সবে ঈমানি শক্তির জোর,
বিধর্মীরা সব করছে চুরি আর মুসলিম হচ্ছে চোর।

মুসলিম আজ ছাড়িয়া গিয়াছে প্রিয় নবীজীর বাণী,
কাফেরেরা তাই উচু স্থান হতে নামিয়ে দিচ্ছে টানি।

আল কোরআনের আদেশ হতে গিয়েছে মুসলিম দূরে,
অত্যাচার আর নির্যাতন তাই রয়েছে বিশ্ব জুড়ে।

ঘুম ভেঙে সব মুসলিম জাগো মিলাও সবে হাত,
দূর করে দাও সকল জঞ্জাল আঁধার কালো রাত।

বিশ্বের বুকে ফোটাও ফুল সাজাও নতুন রুপে,
দূর হয়ে যাক সব অপশক্তি পরুক মৃত্য কূপে।
****************************************
প্রথম প্রকাশঃ ২০০৮ ইং
রচনার স্থানঃ শাহজাদপুর, সিরাজগঞ্জ, নিজ পিত্রালয়।
salimraza242@gmail
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন
  • সত্যিকারের মুসলমান দরকার।
  • সাঁঝের তারা ১০/০৩/২০১৯
    খুব ভালো
  • মানুষ সুখী হোক।
 
Quantcast