সাবধান
উঠন্ত বয়সে রোমাঞ্চিত মনে
উঠে কত তোলপাড় সুর,
হৃদয়ের কোনেতে দু-চোখের স্বপ্নে
সব মেয়ে সুন্দরী হুর।
বয়সের উৎপাতে পরে থাকা ফুটপাতে
নোংরাও টেনে নেয় কাছে,
বিবেকের দার এঁটে মনে সুগন্ধি মেখে
নোংরাতেও মনটা নাচে।
বয়সটা বেশি নয় দু-চোখে স্বপ্ন রয়
ভুল গুলো ঊকি ঝুঁকি মারে,
ভুল পথে পা দিলে ভুল জলে গা দিলে
অভিশাপ চেপে বসে ঘাড়ে।
ভুলটা যায় ভেঙে সময়ের আবর্তনে
বাস্তব জীবনের ফ্রেমে,
অশান্তি দানা বাঁধে ভুলে গড়া সংসারে
দূর্দশা নেমে আসে প্রেমে।
সাবধান থেকো ওহে যুব সমাজ
ধরতে কারো দুই হাত,
সাবধান থেকো ওহে তরুণ সমাজ
কাটাতে কারো সাথে রাত।
**********************************************
★ ভৈরব একটি মেলার মাঠে হাটতে হাটতে লেখা★
০৫-০৩-২০১৯ ইং ই-মেইলঃ salimraza242@gmail (Shahzadpur, Sirajganj)
উঠে কত তোলপাড় সুর,
হৃদয়ের কোনেতে দু-চোখের স্বপ্নে
সব মেয়ে সুন্দরী হুর।
বয়সের উৎপাতে পরে থাকা ফুটপাতে
নোংরাও টেনে নেয় কাছে,
বিবেকের দার এঁটে মনে সুগন্ধি মেখে
নোংরাতেও মনটা নাচে।
বয়সটা বেশি নয় দু-চোখে স্বপ্ন রয়
ভুল গুলো ঊকি ঝুঁকি মারে,
ভুল পথে পা দিলে ভুল জলে গা দিলে
অভিশাপ চেপে বসে ঘাড়ে।
ভুলটা যায় ভেঙে সময়ের আবর্তনে
বাস্তব জীবনের ফ্রেমে,
অশান্তি দানা বাঁধে ভুলে গড়া সংসারে
দূর্দশা নেমে আসে প্রেমে।
সাবধান থেকো ওহে যুব সমাজ
ধরতে কারো দুই হাত,
সাবধান থেকো ওহে তরুণ সমাজ
কাটাতে কারো সাথে রাত।
**********************************************
★ ভৈরব একটি মেলার মাঠে হাটতে হাটতে লেখা★
০৫-০৩-২০১৯ ইং ই-মেইলঃ salimraza242@gmail (Shahzadpur, Sirajganj)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৩/২০১৯সাবধান থাকুক সকলে।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৩/২০১৯সাবধানে থাকাই ভালো।