একুশের গান
সারাটা বিশ্ব ঘুরে দেখলাম খুঁজে খুঁজে,
দেখিনি এমন কোন টান।
যারা মাতৃভাষার তরে আত্বদানের ফলে,
জীবন করেছে কোরবান ।
বাঙালি, বীর বাঙালি রেখেছে মায়ের সম্মান,
কৃতজ্ঞ চিত্তে আনন্দ নৃত্যে গাইছি তাদের জয়গান,
যারা জীবন করেছে কোরবান......(ঐ)
পূর্ব ও পশ্চিমে উত্তর দক্ষিণে ঘুরেছি সকল দেশে,
কেউ মাতৃভাষার তরে অবিচল নির্ভয়ে
দেয়নি জীবন বীর বেশে।
বাঙালি, তেজী বাঙালি দিয়েছে রক্ত দান,
ভক্তি নিয়ে তাই শহীদ মিনারে যাই
মোরা সব তরুণ প্রাণ.......... (ঐ)
বীরের জাতী এই বাঙালি জীবন করেছে দান,
তাদের দানের ফলে বিশ্ব সংসারে
সুউচ্চ বাঙালির মান।
বাঙালি, অমর বাঙালি করেছে আত্বদান,
তাদের দানের ফলে অর্জিত ভাষার
আমরা রাখবো সম্মান.....(ঐ)
********************************************
১৬ই ফাল্গুন,১৪২৫ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রু-২০১৯ ইং,
ভৈরব টু নরসিংদী বাস ভ্রমণ কালীন লেখা।
দেখিনি এমন কোন টান।
যারা মাতৃভাষার তরে আত্বদানের ফলে,
জীবন করেছে কোরবান ।
বাঙালি, বীর বাঙালি রেখেছে মায়ের সম্মান,
কৃতজ্ঞ চিত্তে আনন্দ নৃত্যে গাইছি তাদের জয়গান,
যারা জীবন করেছে কোরবান......(ঐ)
পূর্ব ও পশ্চিমে উত্তর দক্ষিণে ঘুরেছি সকল দেশে,
কেউ মাতৃভাষার তরে অবিচল নির্ভয়ে
দেয়নি জীবন বীর বেশে।
বাঙালি, তেজী বাঙালি দিয়েছে রক্ত দান,
ভক্তি নিয়ে তাই শহীদ মিনারে যাই
মোরা সব তরুণ প্রাণ.......... (ঐ)
বীরের জাতী এই বাঙালি জীবন করেছে দান,
তাদের দানের ফলে বিশ্ব সংসারে
সুউচ্চ বাঙালির মান।
বাঙালি, অমর বাঙালি করেছে আত্বদান,
তাদের দানের ফলে অর্জিত ভাষার
আমরা রাখবো সম্মান.....(ঐ)
********************************************
১৬ই ফাল্গুন,১৪২৫ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রু-২০১৯ ইং,
ভৈরব টু নরসিংদী বাস ভ্রমণ কালীন লেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ০৪/০৩/২০১৯
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৩/২০১৯একুশ হলো প্রেরণা,
জাগায় কেবল চেতনা। -
টি এম আমান উল্লাহ ০২/০৩/২০১৯ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৩/২০১৯ভালো।
ভালো উপাস্থপনা