যৌন আশার ফল
যৌন আশা করিস না শুরু জীবন হবে ধূ-ধূ মরু।
খুঁজিস যদি ভাই নষ্ট মধু, সঙ্গী হবে কষ্ট শুধু।
যৌন আশা বাধলে বাসা ভাঙবে তোমার সুখের বাসা,
আঁধার ঘরে ঢোকার পরে হিসেব নিবে এক এক করে।
যৌন আশায় মত্ত হয়ে চলিস যদি ভ্রান্ত পথে,
দুঃখ সাগর বইবে বুকে মরবি তখন ধুকে ধুকে।
শেষের বেলায় বুঝতে পারবি সব করেছিস ভুল,
অবৈধ সব যৌন ক্ষুধাই সকল দুঃখের মূল।
তাই বলি ভাই সময় থাকতে হয়ে যাও সবে সাবধান,
নইলে কিন্তু এপার ওপার থাকবে না তোর কোন মান।
খুঁজিস যদি ভাই নষ্ট মধু, সঙ্গী হবে কষ্ট শুধু।
যৌন আশা বাধলে বাসা ভাঙবে তোমার সুখের বাসা,
আঁধার ঘরে ঢোকার পরে হিসেব নিবে এক এক করে।
যৌন আশায় মত্ত হয়ে চলিস যদি ভ্রান্ত পথে,
দুঃখ সাগর বইবে বুকে মরবি তখন ধুকে ধুকে।
শেষের বেলায় বুঝতে পারবি সব করেছিস ভুল,
অবৈধ সব যৌন ক্ষুধাই সকল দুঃখের মূল।
তাই বলি ভাই সময় থাকতে হয়ে যাও সবে সাবধান,
নইলে কিন্তু এপার ওপার থাকবে না তোর কোন মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০২/২০১৯যৌনচাহিদা নিয়ন্ত্রণ করাই ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০২/২০১৯হুম
-
অধীতি ২৭/০২/২০১৯দারুণ লিখেছেন