স্বপ্ন পোড়ার গন্ধ
যার পুড়েছে মা জননী সেই সন্তান-ই জানে,
ধরণীর বুকে আগুনে পুড়ে মা হারানোর মানে।
যার পুড়েছে প্রাণের পিতা অগ্নি শিখায় পরে,
বইবে কেমনে কষ্টের স্মৃতি সারাটা জীবন ধরে।
যার পুড়েছে আদরের সন্তান অনল স্রোতের মাঝে,
হৃদয় ফাঁটা আর্তনাদ নিয়ে ঘুরছে পাগলির সাঁজে।
যার পুড়েছে মানিক রতন সাত সাগরের ধন,
সারা পৃথিবী লিখে দিলেও ডুকরে কাঁদে মন।
জান পুড়েছে মাল পুড়েছে পুড়েছে কত স্বপ্ন,
কত মানুষের সুখ সাধনা সব হয়েছে ভগ্ন।
অনল পুরের বাসিন্দা হল কত তাজা প্রাণ,
সুখে ভরা সংসারে আজ বাঁজে বিরহের গান।
বিশ্বের বুকে এমন দৃশ্য আসে না যেন ফিরে,
কাউকে যেন খুঁজতে না হয় মৃত লাশের ভিড়ে।
ধৈর্য্য দিও তাদের মনে যারা প্রিয়জন হারা,
স্বর্গবাসী করো হে প্রভু আগুনে মরেছে যারা।
*********************************************
[email protected]
Shahzadpur, Sirajganj
ধরণীর বুকে আগুনে পুড়ে মা হারানোর মানে।
যার পুড়েছে প্রাণের পিতা অগ্নি শিখায় পরে,
বইবে কেমনে কষ্টের স্মৃতি সারাটা জীবন ধরে।
যার পুড়েছে আদরের সন্তান অনল স্রোতের মাঝে,
হৃদয় ফাঁটা আর্তনাদ নিয়ে ঘুরছে পাগলির সাঁজে।
যার পুড়েছে মানিক রতন সাত সাগরের ধন,
সারা পৃথিবী লিখে দিলেও ডুকরে কাঁদে মন।
জান পুড়েছে মাল পুড়েছে পুড়েছে কত স্বপ্ন,
কত মানুষের সুখ সাধনা সব হয়েছে ভগ্ন।
অনল পুরের বাসিন্দা হল কত তাজা প্রাণ,
সুখে ভরা সংসারে আজ বাঁজে বিরহের গান।
বিশ্বের বুকে এমন দৃশ্য আসে না যেন ফিরে,
কাউকে যেন খুঁজতে না হয় মৃত লাশের ভিড়ে।
ধৈর্য্য দিও তাদের মনে যারা প্রিয়জন হারা,
স্বর্গবাসী করো হে প্রভু আগুনে মরেছে যারা।
*********************************************
[email protected]
Shahzadpur, Sirajganj
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৩/২০১৯বেদনাদায়ক।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০২/২০১৯দারুন