ললনা
তোমার সমস্ত দেহের ভাঁজে ভাঁজে,
ঝলমলে কাঁচা রুপ।
তাই অপ্রয়োজনেও সময় অসময়ে,
সদা প্রকাশ্যে রাখো।
জ্বলন্ত ঐ রুপের অগ্নি শিখাতে,
পোড়াতে চাও অনিয়ন্ত্রিত চোখ।
ধ্বংস করতে চাও বাঁধা হীন,
সমস্ত দুষ্ট কীটপতঙ্গের বাঁধ।
যেদিন রুপের আগুন জ্বলবে না,
সেদিন যৌবনা মোম গলবে না।
যেদিন কেউ রূপবতী বলবে না,
সেদিন কীটপতঙ্গও টলবে না।
আছে যে রত্ন করো তার যত্ন
নইলে কিন্তু খোয়াবে সব।
কী দিবে যব হারালে সব
জিজ্ঞাসিবে যেদিন রব?
ঝলমলে কাঁচা রুপ।
তাই অপ্রয়োজনেও সময় অসময়ে,
সদা প্রকাশ্যে রাখো।
জ্বলন্ত ঐ রুপের অগ্নি শিখাতে,
পোড়াতে চাও অনিয়ন্ত্রিত চোখ।
ধ্বংস করতে চাও বাঁধা হীন,
সমস্ত দুষ্ট কীটপতঙ্গের বাঁধ।
যেদিন রুপের আগুন জ্বলবে না,
সেদিন যৌবনা মোম গলবে না।
যেদিন কেউ রূপবতী বলবে না,
সেদিন কীটপতঙ্গও টলবে না।
আছে যে রত্ন করো তার যত্ন
নইলে কিন্তু খোয়াবে সব।
কী দিবে যব হারালে সব
জিজ্ঞাসিবে যেদিন রব?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০২/২০১৯বেশ ভালো লিখেছেন।
-
শামিম ইশতিয়াক ১৯/০২/২০১৯বাহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০২/২০১৯বেশ!