ঈমান
আল্লাহতে যার ঈমান আছে,
সে কি ঘোরে বেইমানের পিছে?
আল্লাহতেস যার বিশ্বাস আছে,
সে কি মিশে শয়তানের ভিড়ে?
দিনে রাতে ভাবে শুধু, কিসে খুশি আমার প্রভু,
থাকবো যে সেই কাজে........।
রসুলে যার ঈমান আছে,
সে কি চলে ভ্রান্ত পথে?
রসুলে যার ভক্তি আছে,
সে কি চলে ভিন্ন মতে?
সকাল,বিকাল ভাবে শুধু, রসুল নামে আছে মধু।
চাইনা কিছু আর.........। (ঐ)
ইসলামে যার বিশ্বাস আছে,
প্রভুর নাম তার সকল কাজে।
ধর্ম বিনে সকল কিছু,
তার কাছে সবই মিছে।
দ্বীনের পথে চলতে চলতে, আল্লাহ,নবী বলতে বলতে।
মরতে সে যে চায়..........। (ঐ)
সে কি ঘোরে বেইমানের পিছে?
আল্লাহতেস যার বিশ্বাস আছে,
সে কি মিশে শয়তানের ভিড়ে?
দিনে রাতে ভাবে শুধু, কিসে খুশি আমার প্রভু,
থাকবো যে সেই কাজে........।
রসুলে যার ঈমান আছে,
সে কি চলে ভ্রান্ত পথে?
রসুলে যার ভক্তি আছে,
সে কি চলে ভিন্ন মতে?
সকাল,বিকাল ভাবে শুধু, রসুল নামে আছে মধু।
চাইনা কিছু আর.........। (ঐ)
ইসলামে যার বিশ্বাস আছে,
প্রভুর নাম তার সকল কাজে।
ধর্ম বিনে সকল কিছু,
তার কাছে সবই মিছে।
দ্বীনের পথে চলতে চলতে, আল্লাহ,নবী বলতে বলতে।
মরতে সে যে চায়..........। (ঐ)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৪/২০১৯
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০২/২০১৯ঈমান কয়জনের আছে?
সবার ঈমান মজবুত হওয়া চাই।
কথায় কাজে মিল পাওয়া চাই।
সুন্দর কবিতার জন্য কবিকে শুভেচ্ছা জানাই।